
কাউখালীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে আটটায় এই জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উন্মাসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এই ঐতিহ্যবাহী প্রথা মুসলিম সমাজের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক,যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
Leave a Reply