
পিরোজপুরের কাউখালীতে বিনা টাকায় চাকরি পেলেন ৬ জন গ্রাম পুলিশ।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার নেতৃত্বে জুলাই মাসের প্রথম সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শূন্য পদে গ্রাম পুলিশ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৪ জন গ্রাম পুলিশ পদে লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথমে কাউখালী থানা ওসির মোঃ সোলায়মানের নেতৃত্বে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা উপজেলা প্রশাসনিক সভাকক্ষে লিখিত ও ভাইভা পরীক্ষায় প্রার্থীরা অংশগ্রহণ করে। নিয়োগ পরীক্ষার প্রধান দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
নিয়োগ পরীক্ষার অন্যান্য সদস্য হলেন, কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম।পরীক্ষায় উত্তীর্ণকারীদের নিয়োগপত্র হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম পুলিশ নিয়োগ বাছাই কমিটির সভাপতি সজল মোল্লা।
উত্তীর্ণ প্রার্থীরা আনন্দের শহীদ বলেন আমাদের এই চাকরিতে কোন টাকা পয়সা কাউকে দিতে হয় নাই। বিনা টাকায় চাকরি পেয়ে আমরা দেশের শান্তি-শৃঙ্খলার কাজে অংশগ্রহণ করব ইনশাল্লাহ।
Leave a Reply