সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা মামলার দুই নম্বর আসামি মিলন গাজীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্তসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তথ্যানুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্লবাড়ি এলাকার নিজবাড়িতে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার মৃত্যু নিশ্চিত করতে লিটন সিকদারের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নিহতের ছোট ভাই ও বোনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পাশাপাশি বসতঘরে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করে হামলাকারীরা।
এ ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম বাদী হয়ে ৩১ জুলাই রাতে বরিশাল বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল হামলাকারীসহ ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply