বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
বরিশালের কাজিরহাট থানার আজিমপুর এলাকায় হত্যার উদ্দেশ্যে খাদ্যে কীটনাশক বিষ মেশানোর অভিযোগে রাবেয়া (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অভিযোগকারীর বড় জা (ভাসুর-পত্নী)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে আজিমপুর এলাকা থেকে রাবেয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাবেয়া প্রায়ই বাদীর অগোচরে তার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হলেও তিনি ক্ষিপ্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে বাদীর সঙ্গে বিরোধ সৃষ্টি করতেন।
ঘটনার দিন, গত ২৯ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আসামি রাবেয়া পূর্বপরিকল্পিতভাবে বাদীর ঘরে প্রবেশ করে খাবারের পানির কলস ও রান্না করা ডালে কীটনাশক বিষ মিশিয়ে রাখেন।
এসময় বাদীর চার বছরের শিশু ছেলে ওসমান পানি খেতে গেলে তার মা পানির তীব্র বিষাক্ত গন্ধ টের পান। ফলে শিশুটির প্রাণহানি অল্পের জন্য রক্ষা পায়।
বাদী, যিনি একজন গৃহিনী, বিষয়টি বুঝে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Leave a Reply