বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ প্রকাশের জেরধরে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে আসামি করে হামলা, ভাঙচুর, চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বুধবার বেলা এগারোটার দিকে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক সরদার মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, যুগ্ন আহবায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন সদস্য সচিব ইয়াদুল ইসলাম, আব্দুল্লাহ আল-নোমান, সদস্য সুমন তালুকদার, মাসুদ সরদার, জসীম উদ্দিন হাওলাদার, রুহুল আমিন, সিফাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন-একটি ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধের জেরধরে অতিসম্প্রতি একপক্ষ ওই ফিলিং স্টেশনের সামনে বাঁশ দিয়ে বেড়া দেন। এনিয়ে সৃষ্ট দ্বন্ধের সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর অন্যান্য সংবাদকর্মীদের সাথে সেখানে যান সাংবাদিক মোল্লা ফারুক হাসান। পরবর্তীতে সাংবাদিক মোল্লা ফারুক হাসান এনিয়ে সংবাদ প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে একপক্ষ আরেকপক্ষের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হামলা, ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে একটি লিখিত আবেদন করেন। যে আবেদনে প্রতিপক্ষের লোকজনের সাথে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকেও আসামি করা হয়।
বক্তারা আরও বলেন-থানা পুলিশ অভিযোগের তদন্ত না করেই একটি বিশেষ মহলের তদবিরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে এজাহারভূক্ত করেন। যে মামলায় সাংবাদিক মোল্লা ফারুক হাসানকেও আসামি করা হয়েছে।
বক্তারা অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো বৃহত কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
Leave a Reply