বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
মোবাইল গেমকে না বলি, মাঠের খেলা ফিরিয়ে আনি” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরেশ সাগর মাঠ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। আসন্ন টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
টুর্নামেন্ট কমিটি জানায়, প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা। খেলায় মাঠে নামবে মোট ৮ জন খেলোয়াড় ও অতিরিক্ত ২ জন রিজার্ভ খেলোয়াড়। প্রতিটি দলকে একই ধরনের জার্সি পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। খেলা শুরুর ১৫ মিনিট আগে দলগুলোকে মাঠে উপস্থিত হতে হবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ভেন্যু নির্ধারণ করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ৬০ হাজার টাকার প্রাইজ মানি, আর রানারআপ দল পাবে ট্রফি ও ৪০ হাজার টাকার প্রাইজ মানি। মোট প্রাইজ মানি থাকছে ১ লাখ টাকা।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি ম্যাচে থাকবে ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার। পাশাপাশি টুর্নামেন্টে দেওয়া হবে সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
টুর্নামেন্ট কমিটির প্রধান মির্জা রিমন (সম্পাদক, দেশ জনপদ পত্রিকা) জানিয়েছেন, অংশ নিতে আগ্রহীরা ফরম সংগ্রহ করতে পারবেন ফয়সাল স্টোর্স”, আমির কুটির, বরিশাল থেকে। যোগাযোগ: মোবাইল নম্বর ০১৭২৩-৫৯২৬৯৫ (নোমান)। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৫।
Leave a Reply