বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে মাথাগুলো ও মাংস জব্দ করা হয়।
চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে শিকারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে দুটি হরিণের মাথা ও প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করা হবে। যারা অবৈধ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।
Leave a Reply