বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
বরিশাল এম. এম. কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া দাঁতের চিকিৎসায় অবহেলা ও ভুল ওষুধ প্রয়োগের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত দুই মাস ধরে তিনি স্থানীয় দন্ত চিকিৎসক ডা. ইকবাল হোসেন আমানের কাছে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে আক্কেল দাঁতের সমস্যার কথা বলে দাঁত সোজা করার পরামর্শ দেন ওই চিকিৎসক এবং টিথ এলাইনার বানানোর জন্য টাকা নেন। পরবর্তীতে আক্কেল দাঁতের পাশের আরেকটি দাঁতে সমস্যা দেখা দিলে রুট ক্যানেল করা হয়। এর পর থেকেই ছাত্রী সাদিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও ঔষধ প্রয়োগের কারণে সাদিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তার শরীর প্যারালাইজডের মতো অবস্থা তৈরি হয়, মুখ থেকে শুরু করে সারা শরীরে এসিড পোড়ার মতো দাগ দেখা দেয়, এমনকি মুখ ও গলার ভেতর গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়।তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর আমরা ডা. ইকবাল হোসেন কে দেখিয়ে বরিশাল শেরা বাংলা মেডিকেল কলেজ ভর্তি করি।শেরে বাংলা মেডিক্যাল কলেজ কর্তব্যরত ডাক্তার জানান ভূল ঔষধ প্রয়োগে তার এই সমস্যা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে স্টিভেন জনসন সিনড্রোমে (stevens-johnson syndrome) আক্রান্ত হয়েছেন, যা ভুল ওষুধের প্রতিক্রিয়া থেকে হয়ে থাকে। বর্তমানে সাদিয়া বরিশালের শের—ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।
শের—ই বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এস এম সরওয়ারসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডা. ইকবাল হোসেন আমানের দেওয়া ঔষধ।
তবে উক্র বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার কাছে চিকিৎসা নিয়েছে তার দাতে রুট ক্যানেল করা হয়েছে বাকি চিকিৎসা শেষ হওয়ার আগে সে চলে গেছে।আমার কাছে আসার আগে সে আরো কয়েক জায়গায় চিকিৎসা নিয়েছে।এরপর সে বলেন শিক্ষার্থীর সাথে কথা বলে আপনাকে বিস্তারিত জানাব।
উক্ত বিষয়ে জানতে চাইলে বরিশাল সিভিল সার্জন ডা.মনজুর-ই-এলাহী জানান আমাকে কেউ বিষয়টি জানায় নি আপনার মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply