
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার (৩২)কে মেঘপাল সংলগ্ন গোরাখাল এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বুধবার ১অক্টোবর পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে । গত সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা হয়েছে এবং ৮ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply