বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
হিজলায় অভিযানে ৪৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট
বরিশালের হিজলা উপজেলায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রবিবার (তারিখ উল্লেখ করুন) সকালে উপজেলার একতার বাজার এলাকা থেকে প্রায় ৪৯ হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ ও ছোট মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়ভাবে এমন অভিযানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে।
Leave a Reply