বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
বরিশালের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শাহ মোঃ রফিকুল ইসলাম ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুর জেলার বিভিন্ন মণ্ডল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমের মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি ও জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বিভিন্ন সমাজসেবা কার্যালয়, সরকারি আশ্রয়ণ প্রকল্প, প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন এবং জনবান্ধব সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তা—কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি রাজাপুররের সাবেক ইউএনও ছিলেন।
Leave a Reply