বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে ডিসি লেকের প্রাচীর নির্মাণ কাজ বন্ধে মামলা, নগরীতে সমালোচনার ঝড় যুথি মুন্নার মাদকে পূরণ হচ্ছে কেডিসির মাদকের ঘাটতি যেমনটা বলছিলেন এক মাদক সেবনকারী হিজলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা রাজাপুর ও পিরোজপুরের মণ্ডল পরিদর্শনে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল মঠবাড়িয়ায় বিএনপি নেতা কে এম  হুমায়ুন কবীর পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন  কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান হিজলায় অভিযানে ৪৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার  দাঁতের চিকিৎসায় ভুল, গুরুতর অসুস্থ বিএম কলেজের শিক্ষার্থী বাকেরগঞ্জে বিএনপি নেতা মাহমুদের শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন বরগুনায় দুটি মাথাসহ হরিণের ৪০ কেজি মাংস জব্দ বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু বরিশালে পরেশ সাগর মাঠ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” শুরু হতে যাচ্ছে আগৈলঝাড়ায় দূর্গাপূজা মন্ডপে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে বরিশালে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বরিশালে খাদ্যে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা, গৃহবধূ গ্রেপ্তার নেছারাবাদে চা-দোকানির জমি লিখে নেওয়ার অভিযোগে তদন্তের মুখে শিক্ষক মিজানুর রহমান এক ইলিশের দাম প্রায় ৯ হাজার টাকা!
কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা

কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রের সদস্যরা

প্রতিবেদক : অনলাইন ডেক্স

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা সরবরাহকারী চক্র। এই চক্রের কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। জাল টাকার লেনদেনে জড়িত এই চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ তৎপর থাকলেও প্রতিকার এখনও অধরা।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মৎস্যবন্দর আলীপুর—মহিপুর, বাবলাতলা, বালিয়াতলী ও বানাতী এলাকায় জাল টাকার লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে। জাল টাকার মধ্যে ১০০০, ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোট বেশি প্রচলিত। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ধর্মীয় উৎসব যেমন ঈদ—উল—ফিতর, ঈদ—উল—আযহা এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের সময় এই চক্র বিশেষভাবে সক্রিয় হয়। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে তারা জাল টাকা চালানোর চেষ্টা করে।

বাবলাতলা বাজারে ইতিমধ্যে এই চক্রের কয়েকজন সদস্য ধরা পড়েছেন। জানা গেছে, তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। এ ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জাল টাকার কয়েকটি ধরন রয়েছে। কিছু জাল নোট সহজেই চেনা যায়, আবার কিছু নোট এতটাই নিখুঁত যে তা আসল টাকার সঙ্গে পার্থক্য করা কঠিন। জাল টাকা সরবরাহকারীরা সাধারণত ভিড়পূর্ণ দোকান, গরু—ছাগলের হাট বা সাপ্তাহিক বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে। এ কারণে অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতারিত হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, জাল টাকা চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি স্থানীয়দের এ চক্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া মাত্র পুলিশকে জানানোর অনুরোধ করেছেন।

জাল টাকার এই চক্রের কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রতারণা রোধে পুলিশের কঠোর পদক্ষেপ ও স্থানীয়দের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com