বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
হিজলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বুধবার (১ অক্টোবর) তিনি পূজা মণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পূজা মণ্ডপ কমিটির সভাপতি উৎপল কুমার ঘোষ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকনসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
রাজিব আহসান পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি জাতির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ঐতিহ্য। সকলের মিলিত প্রচেষ্টায় এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”
Leave a Reply