বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পিছনে বালুর মাঠ বস্তিতে গড়ে উঠেছে আরো একটি মাদক সাম্রাজ্য যেখানে মাদকসম্রাট মুন্না তার স্ত্রী যুথিকে নিয়ে গড়ে তুলেছেন একটি নিরাপদ মাদক বেচাকেনার স্থান। এদিকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের মাদককে জিরো টলারেন্সের নির্দেশ।
যার ফলে স্থানীয় প্রশাসন তৎপর মাদক নির্মূলে তারপরেও প্রশাসনের চোখের আড়ালে মুন্না যুথি দম্পতি চালিয়ে যাচ্ছে ওই এলাকায় রমরমা মাদক ব্যবসা যা সক্রিয় হয় সন্ধ্যার পরে রাতের আঁধারে।
স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল ডিবি পুলিশ ও স্থানীয় ইস্টিমারঘাট ফাঁড়ি পুলিশ বারবার অভিযান পরিচালনা করলেও যেকোনো অদৃশ্য শক্তির কারণে এড়িয়ে যায় এই মাদক দম্পতি এছাড়াও বেশ কিছুদিন আগে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে এই মাদক দম্পতিকে।
আটকের পরে আইনের ফাঁকফোকর থেকে জামিনে বেরিয়ে এসে আবারো জড়িয়ে পড়ছে মাদক ব্যবসার সাথে কোনমতেই ওই এলাকা থেকে নির্মূল করা যাচ্ছে না এই মাদক দম্পতির মাদক বিক্রি। এছাড়া ও তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা, এদিকে প্রতিবেদক ওই এলাকায় মাদকের তথ্য আনতে গিয়ে একটি চায়ের দোকানে বসলে স্থানীয় এক মাদক সেবনকারী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায় মাদকের একটি বড় হটস্পট ছিল কেডিসি এলাকা যেখান থেকে মাদক নির্মূল করা হয়েছে যার কারণে ওই এলাকায় মাদক না পেয়ে। হতাশ হয়ে পরছিলেন কিছু মাদক সেবন কারিরা সেই ঘাটতিই যেন পূরণ করছে বালুর মাঠের মুন্না যুথি। এখানে হাত বাড়াতে মিলছে মাদক কিশোর যুবক বৃদ্ধদের লাইন লেগেযায় প্রতিদিন সন্ধার পরে এই এলাকায়। যেন মাদকের নতুন একটি স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠছে ওই এলাকা। স্থানীয় লোকজন জানায় ওই এলাকার শিশু কিশোররা রয়েছে বড় ঝুঁকিতে কারণ এখানে হাত বাড়ালেই মিলছে মাদক যার কারনে চাইলেই মাদক ক্রয় করা যায় এবং যে কোন মাদক খুব সহজেই পাওয়া যায়।
তাই এখন কিশোর রাও ঢুকছে মাদকের দিকে সব থেকে বড় ঝুকিতে রয়েছে ওই এলাকার শিশু কিশোররা খুব দ্রুত যদি এদেরকে নির্মূল করতে হবে না হলে কোমল মতি শিশু কিশোর দের উপর ও মাদকের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।এদিকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন ওই এলাকার স্থানীয় জনগণ যাতে এডিসি এলাকা যেভাবে তিনি মাদক নির্মাণ করেছেন তেমনি এই এলাকাও যেন মাদক উৎখাত করা হয়।
Leave a Reply