বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
বরিশাল শহরের ঐতিহ্যবাহী বেলস পার্ক সংলগ্ন ডিসি লেকের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বির্তক দেখা দিয়েছে। এ নিয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কর্মকাণ্ডের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন জেলা (দক্ষিণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ এডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ মামলা দায়ের করেন।
আদালতের শুনানি শেষে বিচারক মো. সাদিক আহমেদ বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলায় অজ্ঞাত সংশ্লিষ্ট নির্দেশদাতা, ঠিকাদার এবং অজ্ঞাত ব্যক্তিবর্গকে বিবাদী করা হয়েছে।
তবে এই মামলার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক সিনিয়র বিজ্ঞ আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন সরকারি কৌশুলি জেলা প্রশাসকের কাজের বিরুদ্ধে মামলা করতে পারেন না, তার এই পদক্ষেপ শোভন হয়নি।”
অন্যদিকে সচেতন মহলের অনেকেই মনে করছেন, জেলা প্রশাসনের উদ্যোগ আসলে লেক এলাকায় মাদক সেবন ও অশ্লীলতা নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। এর বিরোধিতা করে মামলা দায়ের করা নগরীতে নেতিবাচক বার্তা দিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ডিসি লেকের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধি এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রাচীর নির্মাণ হলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে।
বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, বরিশাল ডিসি লেকের সৌন্দর্য্য নষ্ট নয় বরং সৌন্দর্য্য বর্ধনে এ কাজ চলছে, এবং বিভিন্ন সময় এখানে অশ্লীলতা হয় বলে অনেক নালিশ এসেছে। তাই এই অশ্লীলতা, আড্ডাবাজি ও মাদক সেবন রুখতেই এমন কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। আমরা চাই সবাই এ কাজে সহায়তা করুক। কেউ যদি এই কাজে বাধা প্রয়োগ করে তাদের মেনে নেওয়া হবে না।’ বরিশাল ডিসি লেকে কাজ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন। বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের সামনে ডিসি লেকে ফেন্সিং সিস্টেম করে সৌন্দর্য বর্ধন করার উদ্যোগ নিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ডিসি লেক এর সৌন্দর্য বর্ধন এবং লেকের পাশে বসে যে বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম রোধ করার লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের ফেন্সিং সিস্টেমের যে উদ্বেগ নিয়ে কাজ করেছেন তা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মনে করছেন স্থানীয়রা ও সচেতন মহল। বরিশাল ডিসি লেকের পাশে বসে দিনে ও রাত ১১টার পরে অনৈতিক কর্মকান্ড মাদক বিক্রিসহ চুরি ছিনতাই রাহাজানি ও অশ্লীল বেহায়াপনা রোধ করার লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসক লেকের পাড়ে যে ফেন্সিং সিস্টেম এর কাজের উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ হিসেবে ইতিমধ্যেই সকলের মাঝে সাড়া ফেলেছে। বরিশাল ডিসি লেকের পাড়ে যে ফেন্সিং সিস্টেম করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে তাতে বসানো হবে অত্যাধুনিক আলোকসজ্জা। যা সহজেই বিলেশ পার্কে ঘুরতে আসা মানুষের মন কেড়ে নিবে। এমন ভালো কাজের জন্য সকল মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে বরিশাল নগরীর এবং তার আওতাধীন ১০টি উপজেলার একাধিক স্থানে সৌন্দর্য বর্ধন করা এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের পাশে আইনজীবী ভবনের সামনের পুকুরের চারপাশে যে সৌন্দর্যের কাজ করানো হয়েছেন তা অত্যন্ত দেখার মত যারা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন কাজের জন্য ভিজিটে আসেন তাদেরও মন কেড়ে নেওয়ার মতো সৌন্দর্যমন্ডিত করেছেন পুকুরের পাড়। পুকুরের পাড়ে লাগিয়েছেন উন্নত মানের আলোকসজ্জা করার জন্য লাইটিং। এরআাগে বরিশালে অনেক জেলা প্রশাসক আসলেও কেউ নেয়নি এমন উদ্যোগ। বর্তমান জেলা প্রশাসক এই উদ্যোগ নেয়ায় নগরবাসীর কাছে প্রশাংসিত হচ্ছেন। পুকুর পরে আরো লাগিয়েছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ যা এখন সকলের চোখে পড়ে এবং বরিশাল জেলা প্রশাসকের ভালো উদ্যোগের প্রশংসা করে।
এডভোকেট হাফিজ আহমেদ খান বাবলু বলেন, “ডিসি লেক বরিশালের একটি ঐতিহ্যবাহী সম্পদ। এটি শুধু একটি জলাশয় নয়, এটি আমাদের শহরের পরিচয় ও গর্বের প্রতীক। আমরা চাই এর প্রাকৃতিক সৌন্দর্য ও উন্মুক্ততা অক্ষুণ্ণ থাকুক।”
মামলা বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড সাদিকুর রহমান লিংকন বলেন বিষয়টি সেন্সেটিভ মামলার কাগজ না দেখে মন্তব্য করা ঠিক হবে না।
মামলা বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন বলেন জনস্বার্থে মামলা করতে পারে।পরিবেশ আইনে বলা হয়েছে উমুক্ত জলাশায় এলাকায় জনসাধারণের চলাচল ও ভ্রমনের পিপাশুদের জন্য কখনো বন্ধ করা যাবে না।জনস্বার্থে যে কেউ মামলা করতে পারে।
Leave a Reply