মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জের শ্রীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়া তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল (৩০), সাখাওয়াত বেপারী (২৮) ও তারেক রহমান (৩০)। গ্রেপ্তারকৃত রাসেল জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের প্রয়াত হাশেম হাওলাদারের ছেলে, সাখাওয়াত একই গ্রামের আহসান বেপারীর ছেলে ও তারেক খান উপজেলার পাটাভোগ গ্রামের সেলিম খানের ছেলে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হলে তা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হতে পারে যে, ঘটনাস্থল জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর পাশের পুকুর পাড়। একই সঙ্গে জানতে পারা যায় অস্ত্র হাতে যুবকরা হচ্ছে ম্যাগনেট রাসেল ও তার সহযোগী। এরপর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার আরিফের বাড়ির দ্বিতল ভবনের ভাড়াটিয়া ম্যাগনেট রাসেলর ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা টিম। এসময় রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
এ প্রসঙ্গে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও অস্ত্র প্রদর্শনের বিষয়টি স্বীকার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply