মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি—২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেনকে চূড়ান্ত করেছে।
১৭ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। সভায় আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করে ঈগল মার্কায় ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করবেন শেখ জামাল। শেখ জামাল হোসেন শেখেরহাট ইউনিয়নের সন্তান। তিনি এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থেকে শ্রমজীবী মানুষের অধিকার, সুশাসন ও পরিবর্তনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সততা ও নিবেদনের মাধ্যমে তিনি দলের ভেতর এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এবি পার্টির জেলা শাখার নেতারা জানিয়েছেন, জনগণের পাশে থেকে কাজ করা একজন নির্ভরযোগ্য রাজনীতিক হিসেবে শেখ জামালকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এবি পার্টি ঝালকাঠিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। জানতে চাইলে শেখ জামাল হোসেন বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের জায়গা। আমি চাই জনগণের অংশগ্রহণে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা হোক। এবি পার্টি সেই পরিবর্তনের রাজনীতি করে।
Leave a Reply