রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক শরিফ মো. আবদুল জলিল এর বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, মিঠাখালী মোল্লাবাড়ি দাখিল মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপাতি ছিলেন উপজেলা জামায়াতের আমির শরিফ মো. আবদুল জলিল। মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ কমিটিতে উপজেলা আমির কে সভাপতি থাকার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। জলিল শরিফ দাপ্তরিক কাজে ঢাকা অবস্থান করছেন। তার অনুপস্থিতে বৃহষ্পতিবার গোপনে উপজেলা শিক্ষা অফিসে একটি পাতানো সভাপতি নির্বাচনে জলিল শরীফকে পরাজিত দেখায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। আবুল কালাম আজাদ এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা বাইতুল মাল সম্পাদক মো. আল আমিন, পৌর সেক্রেটারী মো. আবুল বাশার, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি মো. মোতালেব মৃধা, জামায়াত নেতা মো. তারেক মনোয়ার ও মো. বেলায়েত হোসেন প্রমূখ।
Leave a Reply