রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫—এর পর্দা নেমেছে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জীবনানন্দ দাশ স্টেডিয়াম (আউটার স্টেডিয়াম)—এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বরিশাল সিটি কর্পোরেশন ২–০ গোলে উজিরপুর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ—পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বরিশাল রেঞ্জ মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, এবং পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ফুটবলার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার দর্শক। উভয় দলের মধ্যেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন দলকে ১ লক্ষ টাকার চ্যাম্পিয়ন মানি ও ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ উজিরপুর উপজেলা দল পায় ৫০ হাজার টাকা ও ট্রফি।
এছাড়া টুর্নামেন্টে সেরা গোলদাতা, সেরা গোলকিপার, ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বরিশাল জেলার ১০টি উপজেলা ও বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তারুণ্যের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো বরিশাল।
Leave a Reply