শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দিনভর চলা এ অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়, এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৫ এর অংশ হিসেবে নিষিদ্ধ সময়কালে মা ইলিশ শিকার প্রতিরোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “অবৈধ জাল দিয়ে ইলিশ শিকার নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি যাতে কেউ আইনের বাইরে গিয়ে মৎস্য সম্পদ নষ্ট করতে না পারে।”
অভিযানে মৎস্য দপ্তরের কর্মকর্তা, নৌ পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
Leave a Reply