প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
জামায়েত ইসলামী রাষ্ট্র পরিচালনা করলে ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি পিরোজপুর ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা গেলে সন্ত্রাস, চাঁদাবাজ, কালো টাকা, ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ ও সকলের ভোটের মূল্যায়ন করা হবে।
ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, কোন সিন্ডিকেট থাকবে না, দ্রব্যমূল্যর দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতর থাকবে তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় এলে আমরা রাজা হবো না, বরং দেশের নাগরিকদের সেবক হয়ে একটি উন্নত সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত দেশ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা সিদ্দিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রমুখ।
Copyright © 2025 Times of Barisal. All rights reserved.