ঝালকাঠির নলছিটি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয়দের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পার্শ্বে এ প্রতিষ্ঠানটি ২০২২ সালে প্রতিষ্ঠা করেন কয়েকজন উদ্যোক্তা। সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি শহরের টিএন্ডটি সড়কে রয়েছে সেবা ক্লিনিক নামে আরেকটি প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিম সরদার জানান, নলছিটিতে দীর্ঘদিন ধরে সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার উপজেলাবাসীর সেবা প্রদান করে যাচ্ছে। আরো উন্নত সেবা প্রদানের লক্ষে শহরের হাসপাতাল সড়কে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার চালু করা হয়। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দুই শতাধিকেরও বেশি রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply