শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
বরিশাল জেলার কাজিরহাট থানার উদ্যোগে নিষিদ্ধ সময়ে ইলিশ বেচাকেনা রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নের তুলাতলী বাজারে কিছু অসাধু জেলে নিষিদ্ধ ঘোষণা করা ইলিশ মাছ বিক্রি করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দ্রুত পদক্ষেপ নেন।
তার নির্দেশে এসআই কামাল ঘটনাস্থলে পৌঁছালে বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই বস্তা ইলিশ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মাছগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
ঘটনার পর ওসি মিজানুর রহমান মৎস্য কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।
ওসি মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান আরও জোরদার করা হবে, যাতে মেঘনা ও তৎসংলগ্ন নদীগুলোতে অবৈধ ইলিশ ধরা ও বেচাকেনা সম্পূর্ণরূপে বন্ধ করা যায়।
Leave a Reply