বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
পটুয়াখালীর দশমিনায় বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ছয় বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত শিশুটির নাম মাহুয়া, সে বাঁশবাড়িয়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকার লুৎফর মুন্সির ছোট মেয়ে এবং ৭৩ নং উত্তর—পশ্চিম গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক—প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দশমিনা—কালাইয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিনও মাহুয়া স্কুলে আসে। স্কুল ছুটির পর দক্ষিণ পাশের এক দোকান থেকে খাবার কিনতে যাওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা একটি বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রাক—প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ছুটির পর নিরাপদে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব শিক্ষকদের থাকলেও তা মানা হচ্ছে না। ফলে ছোট ছোট বাচ্চারা একা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, এলাকাজুড়ে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।
নিহত মাহুয়ার বাবা লুৎফর মুন্সি বলেন,“আমি নিজেও একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়েছিলাম। হঠাৎ খবর পাই, আমার ছোট মেয়ে মাহুয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন,“দুর্ঘটনার বিষয়ে আমরা হাসপাতাল থেকে তথ্য পেয়েছি। তবে পুলিশ পৌঁছানোর আগেই মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply