বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করে **ঘূর্ণিঝড় ‘মোন্থা’**তে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ—পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ—পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
সোমবার (২৭ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ১,২৬০ কিলোমিটার দক্ষিণ—পশ্চিমে অবস্থান করছিলো বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্তমানে ঘূর্ণিঝড়টির সরাসরি কোনো প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ছে না। তবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলে গুমোট আবহাওয়া বিরাজ করছে, বাতাসে আদ্রতা ও তাপমাত্রা বেড়েছে, গরমের তীব্রতাও অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর বা উত্তর—পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে সকল মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন,“সাগরে থাকা সব মাছধরা ট্রলারের জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে মাছ ধরতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি এখনো বাংলাদেশের কোনো স্থলভাগের জন্য তাৎক্ষণিক হুমকি নয়। তবে এটি ঘনীভূত হলে এবং গতিপথ পরিবর্তন করলে উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলতে পারে।
Leave a Reply