
পিরোজপুরের কাউখালীতে বিএনপি নেতা লিফলেট বিতরণ করেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা ও পূর্ব বেতকা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা লিটু খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে প্রার্থীকে ভোট দেবেন। বিএনপি হল একমাত্র জনগণের সরকার।
Leave a Reply