শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
 
								
                            
                       বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন ফার্মা লিমিটেড থেকে একযোগে প্রায় পাঁচশ’ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ডাকযোগে শ্রমিকদের হাতে ছাঁটাইয়ের নোটিশ পৌঁছানোর পরপরই প্রতিষ্ঠানজুড়ে দেখা দেয় চরম উত্তেজনা ও ক্ষোভ।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন ফার্মার প্রধান ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন ছাঁটাই হওয়া শ্রমিকরা। এসময় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে শনিবার সিদ্ধান্ত দেয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, ছাঁটাই হওয়া সকলেই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। শ্রমিকদের হাতে পৌঁছানো নোটিশে উল্লেখ করা হয়,
“কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সকল শ্রমিক—কর্মচারীদের চাকরি অবসান করা হলো। তাদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।”
শ্রমিকরা অভিযোগ করেছেন, “কোনো কারণ ছাড়াই হঠাৎ চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেয়া হয়েছে।” তারা বলেন,
“আমাদের পরিবার আছে, সংসার আছে। হঠাৎ করে এতগুলো পরিবারকে রাস্তায় নামিয়ে দেয়া হলো। নোটিশ প্রত্যাহার করে কাজে যোগদানের সুযোগ না দিলে পুরো কোম্পানি অচল করে দেয়ার হুঁশিয়ারি দিচ্ছি।”
নোটিশে স্বাক্ষর করেছেন কোম্পানির মানবসম্পদ বিভাগের উপ—ব্যবস্থাপক ও এইচআর ইনচার্জ।
এ বিষয়ে কথা বলতে চাইলে অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবারের মধ্যে সিদ্ধান্ত দেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply