শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাট থানা প্রেসক্লাবের। সাংবাদিকদের সাথে এডভোকেট হেলালের মত বিনিময় বরিশালের সাবেক অতি: রেঞ্জ ডিআইজি পুলিশ একাডেমি থেকে পালায়ন বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম’ ফরচুন মিজানের ভাই আটক ভালুক দমনে শিকারি খুঁজছে জাপান, কেন এই সিদ্ধান্ত মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা ডাকাতি: ভোলায় স্বর্ণসহ গ্রেফতার ৩ ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায় বদলির এক মাস পরও দায়িত্বে বহাল দশমিনার ইউএনও, প্রশাসনে গুঞ্জন ও ক্ষোভ স্কুলেই মারা গেলেন প্রধান শিক্ষক আজ মধ্যরাত থেকে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ কার্যক্রম শুরু বৃষ্টিতে ছাতা মাথায় সনদে সই করলাম, তারা বিশ্বাসঘাতকতা করল: ফখরুল রাজাপুরে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কাউখালীতে বিএনপির নেতার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ  ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত কাউখালীতে দুম্বার মাংস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বাকেরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ওএমএস গ্রাহকদের ইউএনও’র নিকট স্মারকলিপি নিহত নুরুল আমীন দপ্তরীর পরিবারের পাশে যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-২ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
অডিট আপত্তিতে কর্তন ববির ১০ কোটি টাকা

অডিট আপত্তিতে কর্তন ববির ১০ কোটি টাকা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫—২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটের ১০ কোটি টাকা কর্তন হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আপত্তিতে ববি কর্তৃপক্ষকে সংশোধিত বাজেট দিতে হয়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দক্ষতা নিয়ে সমালোচনা হচ্ছে।

অস্বাভাবিক ব্যয়ের খাত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অডিট টিম পর্যবেক্ষেণে উল্লেখ করেছে। ২০২৫—২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছিল প্রায় ৬৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে কমে হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা। বরাদ্দ আটকে দেওয়া উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে– অনুমতিহীন দৈনিক মজুর কর্মচারীদের জন্য ৮৪ লাখ টাকা, বিআরটিসি বাস ভাড়া বাবদ এক কোটি ৭২ লাখ, আবাসিক ভবন ভাড়া বাবদ ১৪ লাখ ৫০ হাজার, আউটসোর্সিং বাবদ ১০ লাখ, শ্রমিক মজুরি আট লাখ, আনসার নিয়োগ ৯০ লাখ, পরিবহন ব্যয় দুই কোটি ৭৬ লাখ, যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন কমিটির কার্যক্রম বাবদ ২১ লাখ টাকা।

ববির অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, ইউজিসির তিন সদস্যের বাজেট অডিট টিম গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে যায়। তাদের আপত্তিতে ববির বাজেট ওয়ার্কিং কমিটি জবাব দিয়েছিল। তবে তা গ্রহণযোগ্য হয়নি। বাড়তি বাজেট দেখানোয় ক্ষুব্ধ হয় ইউজিসি প্রতিনিধি দল।

এ বিষয়ে ববির অর্থ দপ্তরের উপপরিচালক (অর্থ ও হিসাব) আতিকুর রহমান বলেন, এ বছর কেন প্রায় ১০ কোটি টাকা আটকে গেল, তা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

 

ইউজিসির বাজেট শাখার উপপরিচালক হাফিজুর রহমান বলেন, বাজেটে ববি কর্তৃপক্ষের অবহেলা আছে। কয়েকটি খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ আটকে দেওয়া হয়েছে। এটা নিয়ে আরও কাজ চলবে। সরকারি নিষেধ সত্ত্বেও অনেক খাতে বরাদ্দ নিয়েছে। অনাপত্তিপত্র ছাড়া দৈনিক মজুর কর্মচারীদের জন্য বরাদ্দ রেখেছে। কিছু খাতে যাচাই—বাছাই শেষে প্রয়োজনে পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।

 

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সুজয় শুভ বলেন, ববিতে বরাদ্দ অর্থে একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। বরাদ্দ থেকে ১০ কোটি টাকা কমে যাওয়া প্রশাসনের ব্যর্থতা ও অদক্ষতার প্রতিচ্ছবি। অযোগ্য লোক থাকায় তারা ইউজিসির বাজেট কমিটিকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।
ফোন না ধরায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com