শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
 
								
                            
                       ডিসেম্বরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দেয়ায় অনশন স্থগিত করেছে বরিশাল বিএম কলেজের অনশনরত শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) রাতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম এবং উপাধ্যাক্ষ অধ্যাপক আবু তাহের রাশেদুল ইসলাম অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং নির্বাচনী রোডম্যাপ দেয়ার আশ্বাস দেন।
এর আগে রোববার দুপুরে বরিশাল ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে প্রথম অনশন শুরু করেন ইতিহাস বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি। পরবর্তীতে তার সঙ্গে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে এম মাঈনুল যোগ দেন।
এদিকে, বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে করে শিক্ষার্থীরা। এ সময় বাকসু নির্বাচন নিয়ে বিলম্ব করলে প্রশাসনিক ভবন শাটডাউন দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
রাতে কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, ‘অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, নির্বাচনের রোড ম্যাপ দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। ডিসেম্বর প্রথম সপ্তাহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।’
শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবিতে আন্দোলন চলমান ছিল। প্রশাসনের আশ্বাসে তারা অনশন স্থগিত করেছেন। নতুন নেতৃত্ব আসলে শিক্ষার মান উন্নয়নে কাজ করবে আশা প্রকাশ করেন।’
প্রসঙ্গত, ২০০২ সালে সবশেষ বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে কলেজটির ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
Leave a Reply