শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
 
								
                            
                       বরিশালের বাকেরগঞ্জে সড়কে থামানো গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বরিশাল থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী যাত্রীবাহী একটি সিএনজি খেজুরতলা বাজার সংলগ্ন মহাসড়কে থামানো গাছ বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হয়। আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
নিহত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের ইউনুস হাওলাদারের পুত্র আব্দুর রহমান। অপর আহত দুজন হলেন বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফিরোজ হাওলাদার ও তার স্ত্রী আমেনা বেগম। গুরুতর আহত ফিরোজ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুর রহমানের পরিবার জানান, আব্দুর রহমান বরিশালের লংকা বাংলা ব্যাংকে সিকুইরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর শাহাদৎ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply