শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
 
								
                            
                       নিহত নুরুল আমীন দপ্তরীর পরিবারের পাশে যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের চর বিশোর গ্রামের বাসিন্দা নুরুল আমীন দপ্তরী দীর্ঘদিন ধরে গলায় ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। আর্থিক অনটনের কারণে পরিবারের পক্ষে তার উন্নত চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন”। সংগঠনের সদস্যরা বিভিন্ন বাজারে ঘুরে নুরুল আমীনের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেন।
দুর্ভাগ্যবশত, গত ৩০ অক্টোবর (বুধবার) নুরুল আমীন দপ্তরী ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত ২০ হাজার টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন একতা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের দপ্তর সম্পাদক মো. রাকিব হাসান, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
রাকিব হাসান বলেন, “যুব নবজাগরণ সেচ্ছাসেবী সংগঠন সবসময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে। আমাদের লক্ষ্য মানবতার সেবা।”
Leave a Reply