শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
 
								
                            
                       
বরিশালের বাকেরগঞ্জে পৌর যুবদল যুগ্ম-আহবায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে ওএমএস গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের অর্ধশতাধিক গ্রাহক এ স্মারকলিপি প্রদান করেন।
লিখিত স্মারকলিপিতে ওএমএস গ্রাহক সালমা বেগম, মহিমা বেগম, তাসলিমা বেগম, রেহেনা বেগমসহ অর্ধশতাধিক গ্রাহক অভিযোগ করেন, তারা পৌরসভার গরিব ও হতদরিদ্র বাসীন্দা। পৌরসভার ওএমএস ডিলার রুহুল সরদার দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে তার কার্যক্রম পরিচালনা করছেন।
যে কারনে তারা নিয়মিত চাল/আটা সঠিকমাপে উত্তোলন করতে পারছেন।কিন্তু সাম্প্রতিক সময় পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালাম কথিত মিডিয়া কর্মী পরিচয়ে ওএমএসের ডিলারশীপ নিতে ব্যর্থ হয়ে বর্তমান ডিলার রুহুল সরদারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়।
তারই জের ধরে যুবদল নেতা সালাম ও তার সাঙ্গপাঙ্গরা রুহুল সরদারের উপর হামলা করে তাকে মারধর এবং উল্টো তার নামে মামলা দায়ের করে জেল খাঁটায়। এমনকি সে উপজেলা প্রশাসনের নিকট মিথ্যা অভিযোগ দিয়ে এম এস কার্যক্রম বন্ধ রাখায় গরীব ও অসহায় মানুষ চাল, আটা ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত ছিল।
পুনরায় ওএম এস কার্যক্রম চালু হওয়ায় তারা চাল/আটা উত্তোলন করতে পেরে সন্তুষ্ট। ভুক্তভোগী গ্রাহকরা ওএমএসের চাল/আটা ক্রয়ের সুবিধা থেকে যাতে বঞ্চিত ও হয়রানী না হন সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply