বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
বরিশাল নগরীর কোতয়ালী থানার হরিনাফুলিয়া এলাকায় ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের জন্য মজুত করা মালামাল লুটপাট করে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ওয়ার্ড বিএনপিএর এক নেতার বিরুদ্ধে।অভিযুক্ত সাবেক বিএনপির নেতা বরিশাল ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম।এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নূরউদ্দিন (৩০) অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম (৪৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিনাফুলিয়া এলাকায় নিজের ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন মোঃ নূরউদ্দিন। এ লক্ষ্যে তিনি ওই জমিতে টিন, কাঠসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী মজুত করেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
ভুক্তভোগী নূরউদ্দিনের দাবি, গত মঙ্গলবার গভীর রাতে (০৩ ডিসেম্বর ২০২৫) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় স্থানীয় মোঃ শফিকুল ইসলাম (৪৫) ও তার সহযোগীরা একটি ট্রাকে করে ঘটনাস্থলে আসেন। তারা মজুত করা নির্মাণ সামগ্রীগুলো লুট করে ট্রাকে তুলে করে নিয়ে যায়।
এ সময় পার্শ্ববর্তী লোকজন বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী নূরউদ্দিনকে খবর দেন। নূরউদ্দিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।সে সময়ে দেখতে পান মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বেশ কয়েকজন তার সম্পত্তিতে রাখাঁ মালামাল ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে এবং সাথে সাথেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
তবে, অভিযোগকারী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শফিকুল ইসলাম ও তার সহযোগীরা মালামাল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
নূরউদ্দিন আরও অভিযোগ করেন যে, মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিপক্ষ তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি আরও বলেন শফিকুল কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমার জমি দখল করে রাখে। আমি আমার জমিতে যেতে পারি না। আমার জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে
মালামাল লুটপাটের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন আমার ক্রয়কৃত জমিতে অবৈধভাবে বালু ভরাট করে দখল করতে গেছে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।তারপর সে আবার আমার নামে অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply