বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জেরিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় “শাপলা কাব অ্যাওয়ার্ড” পাওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এই ফলাফল প্রকাশ করা হয়।
বিগত বছর সারাদেশে কেন্দ্র ভিত্তিক সংযুক্ত তালিকায় বর্ণিত কেন্দ্রসমূহে অঞ্চল পর্যায়ের ২০২৫ সালের “শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রার্থীদের লিখিত ব্যবহারিক, মৌখিক এবং সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। ২০২০-২০২৪ মেয়াদে ৮,২৩৮ জন কাব স্কাউট এই অ্যাওয়ার্ড অর্জন করেছে, যার একটি বড় অংশ সম্প্রতি বিতরণ করা হয়েছে।
এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক পরিচালিত একটি সর্বোচ্চ সম্মাননা, যা কাব স্কাউটিংয়ের (৫-১০ বছর বয়সী) সদস্যদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দেওয়া হয়। ২০২৫ সালের বিতরণী অনুষ্ঠানগুলো ছিল মূলত পূর্ববর্তী বছরের (২০২০-২০২৪) অর্জনের স্বীকৃতি।
৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর ও দেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে।
এদিকে নুসরাত জেরিন ” শাপলা কাব অ্যাওয়ার্ড ” পাওয়ায় তার পরিবার বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, শরীরচর্চা শিক্ষক আফরোজা বুলবুল সহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জেরিন তার বাবা-মা এর একমাত্র মেয়ে এবং তার ভাই ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত। পিতা নুরে আলম হাওলাদার পেশায় রাজধানীর “এগ্রো একরোস” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং মা লিনা আক্তার গৃহিণী।
কথা প্রসঙ্গে লিনা আক্তার বলেন, আমার মেয়ে ক্লাস পরীক্ষা, কবিতা আবৃতি, বক্তৃতা এবং ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। ৫ম শ্রেনীতে “কিশোর কণ্ঠ” থেকে বৃত্তি লাভ করে জেরিন এবং ষষ্ঠ শ্রেনীতে “সাইফুরস” থেকে বৃত্তি পেয়েছে যা বর্তমানে প্রকিয়াধীন। সর্বোপরি আমার মেয়েকে একজন শিক্ষিত, মেধাবী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি বলে জানান তিনি।
বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের সহকারী শিক্ষক পলাশ দেবনাথ বলেন, নুসরাত জেরিন একজন বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী। বিভিন্ন কো-কারিকুলাম(খেলাধুলা, কবিতা আবৃতি, বক্তৃতা, ডিবেট, গান, নাটক, ধর্মীয় অনুষ্ঠান, স্কাউটিং) প্রোগ্রামে তার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। একারনে সে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে। বিভিন্ন ক্লাস পরীক্ষায় ১ম স্থান অধিকার সহ এককথায় বলতে গেলে জেরিনকে একজন অলরাউন্ডার শিক্ষার্থী বলা যায় বলেও জানান তিনি।
Leave a Reply