বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সরকারি তহবিলে নির্মাণের দুই যুগ পরেও বরিশালের কাজিরহাট থানার লতা ইউনিয়নের আসলী সন্তোষপুর গ্রামের কাজিরহাট বাজারে প্রতিষ্ঠিত ৪ রুম বিশিষ্ট মহিলা মার্কেট আজ পরিণত হয়েছে অব্যবস্থাপনা ও অবহেলার চিত্রে। বাজারের মাঝামাঝি স্থানে কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও কৃষি ব্যাংক সংলগ্ন নির্মিত মার্কেটটির টিনের চাল বর্তমানে জরাজীর্ণ; একটি রুমের শাটার পর্যন্ত চুরি হয়ে গেছে।
সরজমিন ঘুরে দেখা গেছে, নির্মাণের পর মার্কেটের ৪টি রুমই মহিলাদের জন্য বরাদ্দ করা হয়। এর মধ্যে দুটি রুমে আখি বিউটি পার্লার এবং তানিয়া টেইলার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হলেও প্রায় ৫ু৭ বছর আগে ব্যবসা মন্দা থাকায় তারা নিজ উদ্যোগেই দোকান বন্ধ করে দেন। বাকি দুই রুমে কোনোদিনই ব্যবসা শুরু হয়নি। স্থানীয়দের দাবি, ২০১৩ সালের আগ পর্যন্ত এই দুই রুম পুলিশের দখলে ছিল।
সাবেক ব্যবসায়ীরা জানান, উপজেলা এলজিডি’র অর্থায়নে নির্মিত মার্কেটের প্রতিমাসের ভাড়া ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ভাড়া নিয়মিত পরিশোধ করলেও লাভজনক না হওয়ায় দোকানগুলো বন্ধ করে দিতে বাধ্য হন তারা।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা মার্কেটটি মারাত্মক নাজুক অবস্থায় পৌঁছেছে। উপরের টিন নষ্ট হয়ে গেছে, আর একটি রুমের শাটার রাতের অন্ধকারে খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন—সরকারি মালামাল চুরি হয়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নেই।”
এ বিষয়ে কাজিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর জানান, মহিলা মার্কেটটি বর্তমানে থানার তত্ত্বাবধানে রয়েছে। শাটার চুরি হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply