সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম
আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রতারক গ্রেপ্তার বরিশাল আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ এখন খাবার হোটেল! বিশ্রাম বঞ্চিত বিচারপ্রার্থীরা আমতলীতে বিএনপি’র মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরন, আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার ধাওয়া দিয়ে এক চোর আটক–গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহাগ বহিষ্কার ঝালকাঠিতে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার কুয়াকাটায় চার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেল থেকে পাঁচ মাদক ব্যবসায়ী আটক শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি মা ইলিশ রক্ষায় চরফ্যাশনে ৭ ট্রলার আটক, ২৬ বরফকল সিলগালা চরফ্যাশনে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজী, যুবক গ্রেফতার ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের ৪ বছরের শিশুকে নির্যাতন, অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে ‘তুই কোন হাত দিয়ে লিখিস, একটু দেখা’ বলেই কোপানো শুরু নলছিটিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্তে সরেজমিনে তদন্ত কর্মকর্তা ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু আমতলীর রাবেয়া বেগমের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন বরিশালে অসুস্থ গরু জবাই ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, ৩ জেলেকে জরিমানা
বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে দুদককে নির্দেশ

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে দুদককে নির্দেশ

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে কোতোয়ালী মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়েছে আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর শেষ কার্যদিবসে দায়ের করা মামলায় বিচারক মীর মো. এমতাজুল হক এ নির্দেশ দেন।

এজাহারে আসামি করা হয়েছে— কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান, মহানগর ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন, কোতোয়ালী মডেল থানার এসআই সাইফুল ইসলাম, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই নাসিম ও কনস্টেবল বিশ্বজিৎকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

বাদি তাসমিন ইয়াসমিন অভিযোগে উল্লেখ করেন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্র ভাঙা ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ১৯ আগস্ট নগর ভবনের সামনে সমাবেশ করেন তারা। তখন পুলিশ তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে গিয়ে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণ ও অপরাধ সংগঠনের অভিযোগে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে ডিবির পরিদর্শক সগীর হোসেন বলেন, “শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় ওই নারীসহ ৫/৬ জন জোরপূর্বক পুলিশ পিকআপে ওঠেন। তাদের গ্রেপ্তার করা হয়নি, পরে তারা স্বেচ্ছায় চলে গেছেন।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com