সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম
সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বাহির থেকে অক্সিজেন কেনার কারণ কী? মনোনয়ন না পেলেও নির্বাচনের ঘোষণা হাসান মামুনের ডাকাতি শেষে পালাতে গিয়ে পুলিশের ধাওয়ায় জনতার হাতে ডাকাত আটক বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ কাজ ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যসেবা সেতু না যেন মরণ ফাঁদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা সেই আইনের অবসান চাই: অ্যাটর্নি জেনারেল বরিশাল জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: নার্সের অপচিকিৎসার অভিযোগে ফরিদপুরে গভীর রাতে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু ঐতিহ্য ও জীবিকার মেলবন্ধন দেশের সর্ববৃহৎ নেছারাবাদ ভাসমান কাঠের বাজার সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম ইন্দুরকানীতে গাঁজাসহ পিকআট ড্রাইভার আটক নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার দুমকির অবৈধ ‘ফেমাস ব্রিকস’ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন বরিশালে ভূমিকম্পে ভবন হেলে পড়ায় চরম আতঙ্ক,তদন্তে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিসিসির হাসপাতালে ভর্তি খালেদা জিয়া ক্ষয়ক্ষতি কমাতে মাথায় করে মালপত্র সরালেন ওসি, ভিডিও ভাইরাল কর্মকর্তার দক্ষতায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, বেড়েছে জনগণের আস্থা !  শেবাচিম হাসপাতালে দীর্ঘমাস ভোগান্তিতে ইউরোলজী রোগীরা!
২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার আশ্রয়ণ প্রকল্প, বসবাস অনুপযোগী ৩৭টি ব্যারাক

২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার আশ্রয়ণ প্রকল্প, বসবাস অনুপযোগী ৩৭টি ব্যারাক

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

নির্মাণের ২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৩৭টি ব্যারাক। ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। এ ছাড়া পয়ঃনিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

২০০২ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলার ৩৭ টি ব্যারাক নির্মাণ করা হয়। নির্মাণের পর এসব ব্যারাকে ১ হাজার ৮০৯টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথাগোঁজার ঠাঁই হয়।

তবে দীর্ঘ ২৩ বছরেও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় সবগুলো ব্যারাক এখন বসবাস অনুপযোগী। প্রায় প্রত্যেকটি ঘরের চালা ফুটো, বেহাল দশা। জীর্ণ ঘরগুলোতে কোনো রকমে দিন কাটছে সহস্রাধিক পরিবারের।

এছাড়া বেড়িবাঁধের বাইরে অধিকাংশ ব্যারাক নির্মাণ করায় জোয়ারে প্লাবিত হয় প্রতিনিয়ত। এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। তারা জানান, সরকার ঘর দিয়েছে ঠিকই। তবে এগুলো সংস্কারের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়া জোয়ারে প্লাবিত হয় অধিকাংশ ঘরবাড়ি।

জেলা প্রশাসন বলছে, বরাদ্দ পেলেই সংস্কার করা হবে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকগুলো। বরগুনার জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, ভূমিহীন মানুষকে থাকার জন্য ঘর দিয়েছে সরকার। তবে তারা যদি ঘর সংস্কারে অক্ষম হয়, তাহলে জেলা প্রশাসন সাধ্যমতো সহযোগিতা করবে।

জেলার ৩৭ আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মধ্যে বরগুনা সদরে ১৫টি, পাথরঘাটায় ৮টি, আমতলীতে ৬টি, তালতলীতে ৬টি এবং বেতাগী উপজেলায় ২টি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com