
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, অপর ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর জেষ্ঠ পুত্র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ।
বুধবার (১৪ মে) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রীস্টান মিশনারী দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে (মামলা নম্বর ৩৭, তারিখ: ১৪ মে ২০২৫)।
বুধবার (১৪ মে) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ২৬ জুলাই আসামিরা নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রীস্টান মিশনারী দাতব্য সংস্থা সংলগ্ন রাস্তার ওপর বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে (মামলা নম্বর ৩৭, তারিখ: ১৪ মে ২০২৫)।
মামলায় উল্লেখিত আসামি ছাড়াও অন্যান্য উল্লেখযোগ্যরা হলেন— সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পিতা—আবুল হাসানাত আবদুল্লাহ, সাং—কালীবাড়ি রোড, বিসিসি, ২। আবুল খায়ের আব্দুল্লাহ (৭০), পিতা—মৃত আব্দুর রব সেরনিয়াবাত, সাং—করিম ম্যানশন, কালু শাহ সড়ক, বিসিসি ১৫নং ওয়ার্ড, ৩। জেবুন্নেছা আফরোজ (৫০), স্বামী—মৃত শওকত হোসেন হিরণ, সাং—নুরিয়া স্কুলের পিছনে, বিসিসি ১৩নং ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৪। এ কে এম জাহাঙ্গীর (৬৫), (সভাপতি বরিশাল মহানগর, আওয়ামীলীগ), পিতা—মৃত, আব্দুল আজিজ আকন, সাং—ভাটিখানা রোড (পশ্চিম), (নিউ ভাটিখানা), থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ৫। সাজ্জাদ সেরনিয়াবাত (৩০) পিতা—আবদুস সামাদ, সাং—কলেজ এভিনিউ, বিসিসি ২০নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৬। বিশ্বাস মুতিউর রহমান বাদশা (৫৫), (কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ), পিতা—অজ্ঞাত, সভাপতি, ব্রাদার্স এসোসিয়েশন, শেবাচিম হাসপাতাল) পিতা—মৃত আরিফুর রহমান, সাং—কড়াপুর, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৮। নিরব হোসেন টুটুল পিতা—আলমগীর সিকদার, সাং—নাজিরের পুর, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ৯। আমির হোসেন আমু (সাবেক এমপি, ঝালকাঠী—২), পিতা—মোয়াজ্জেম হোসেন, সাং—বগুড়া রোড, ১০। মঞ্জুরুল হক মেনন (২৫), (বিএম কলেজ শাখা ছাত্রলীগ), পিতা—মোঃ মোজাম্মেল হক, সাং—মুসলিম পাড়া, হাতেম আলী কলেজ চৌমাথা, উভয় থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১১। মনিরুল ইসলাম ছবি (৬৫) (সাবেক চেয়ারম্যান ৭নং চরকাউয়া ইউনিয়ন), পিতা—মৃত সেকান্দার মিয়া, থানা—বন্দর, জেলা—বরিশাল, ১২। লুনা আবদুল্লাহ, স্বামী—আবুল খায়ের আবদুল্লাহ, সাং—ব্রাউন কম্পাউন্ড, বিসিসি ১৬নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৩। এ জেড এম মহিউদ্দিন পলাশ (৪০) (বর্তমান চেয়ারম্যান, ২নং বিনয়কাঠী ইউপি), পিতা—মোবারক হোসেন, সাং—কান্ডারগাতি, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, এ/পি—নমশুদ্রপাড়া, নবগ্রাম রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৪। হারিছুর রহমান (৫৫), (সাধারন সম্পাদক গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগ), পিতা—ইদ্রিস মিয়া, সাং—দিয়াসুর, গৌরনদী পৌরসভা, থানা—গৌরনদী, জেলা—বরিশাল, ১৫। ডাঃ রাহাত আনোয়ার (২৯), (উপ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রলীগ), পিতা—মৃত ডাঃ আনোয়ার হোসেন, বান্দরোড, চাঁদমারী, ১৬। রাশেদুল ইসলাম আকাশ (সভাপতি বিএম কলেজ ছাত্রলীগ), পিতা—অজ্ঞাত, সাং—কলেজ রো, ১৭। সামসুল হক (১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ—সভাপতি), পিতা—মৃত মোঃ আনোয়ারুল হক, সাং—চরের বাড়ী, ১১ নং ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৮। শহিদুল ইসলাম শহীদ (ইটালী শহীদ), (বরিশাল জেলা বোর্ড সদস্য), পিতা—অজ্ঞাত, সাং—কাগাগুরা, থানা—কাউনিয়া জেলা—বরিশাল, ১৯। আরিফুর রহমান শাকিল (ছাত্রলীগ নেতা), পিতা—মানিক সরদার, সাং—ব্যাপ্টিস্ট মিশন রোড, ১১ নং ওয়ার্ড, চাঁদমারী, ২০। শাহরিয়ার আলম সাদ (ছাত্রলীগ নেতা), পিতা—মুজাম্মেল হোসেন, সাং—বিএম স্কুল রোড, ২১। সীমান্ত (৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি), পিতা—মৃত ফিরোজ মিয়া, সাং—কাঠপট্টি রোড, ৯নং ওয়ার্ড, স কোতোয়ালী, জেলা—থানা—বন্দর, জেলা—বরিশাল, ৭২। রাকিব গাজী (২৮), (ছাত্রলীগ নেতা), পিতা—আলতাফ গাজী, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৭৩। মোর্তজা জুয়েল (সাংবাদিক, দীপ্ত টিভি), পিতা—অজ্ঞাত, সাং—সিএন্ডবি ১নং পুল, নিউলাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৭৪। মোঃ আলাউদ্দিন আলো (৫০), (প্রোঃ নিশু এন্টারপ্রাইজ), পিতা—অজ্ঞাত, সাং—রান্দ রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৭৫। মোঃ নজরুল হাওলাদার, (সাধারণ সম্পাদক, ঝালকাঠী জেলা ছাত্রলীগ) পিতা—মৃত কাছেম আলী হাওলাদার, সাং—পোনাবালিয়া, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ৭৬। মোঃ জুনায়েত রাহবার আনন্দ, পিতা—মোঃ বেল্লাল হোসেন, সাং—অক্সফোর্ড মিশন রোড, ৭৭। রুবেল হোসেন, পিতা—আলমগীর বেপারী, সাং—বরফকল, বিসিসি ১০ নং ওয়ার্ড, উভয় থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৭৮। মোঃ কামাল বেপারী (৫৫) (সেক্রেটারী, ১নং ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামীলীগ), পিতা—চেরাগআলী বেপারী, সাং—বেপারী বাড়ী, ছোট প্রেমহার, ৩নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৭৯। মোস্তাফিজ, পিতা—হারুন বিশ্বাস, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৮০। কামাল শরিফ, (কাউন্সিলর, ঝালকাঠী পৌরসভা), পিতা—অজ্ঞাত, সাং—অজ্ঞাত, থানা ও জেলা—অজ্ঞাত, ৮১। ফিরোজ আলম খান, (চেয়ারম্যান, নলুয়া), পিতা—সাহাবুদ্দিন খান, সাং—নলুয়া, এ/পি— আর্শাদ আলী কন্ট্রাকটর গলি, বাংলাবাজার, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৮২। রিপন সরদার, (২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—আজিজ সরদার, সাং—করমজা, কাশিপুর, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ৮৩। লিটন সিকদার, পিতা—মন্নান সিকদার, সাং—চাটরা, দুধল, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ৮৪। শফিকুল ইসলাম বাবু, (সাধারণ সম্পাদক, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—আলতাফ সরদার, সাং—করমজা, কাশীপুর, ৮৫। জিয়াউল হক বাপ্পী, (২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—আঃ লতিফ হাওলাদার, সাং—করমজা, কাশিপুর, উভয় থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ৮৬। এনামুল হক শাহিন, (সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, ২নং মগড় ইউনিয়ন আওয়ামীলীগ) পিতা—মৃত মোশারেফ হাওলাদার, সাং—উত্তর মগড়, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৮৭। মহিউদ্দিন মহারাজ (৫৫), (চেয়ারম্যান), পিতা—মৃত শাহাদাত, সাং—তেলিখালী, থানা—ভান্ডারিয়া জেলা—পিরোজপুর, এ/পি—খান ভিলা, গোড়াচাঁদ দাস রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৮৮। আমিনুল হক তুহিন (৪৫), (মেয়র গলাচিপা পৌরসভা), এ/পি—বিসিসি ২৮নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৮৯। মিঠু বিশ্বাস, পিতা—মজিদ বিশ্বাস, সাং—দপদপিয়া, জিরো পয়েন্ট, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৯০। রাজ্জাক চৌকিদার (৫০), (সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—মতি চৌকিদার, সাং— চরআইচা, পোলের হাট, ৬নং ওয়ার্ড, থানা—বন্দর, জেলা—বরিশাল, ৯১। মোঃ মোস্তাফিজুর রহমান (৫৫) (সাবেক উপজেলা চেয়ারম্যান, নলছিটি), পিতা—অজ্ঞাত, সাং—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৯২। জায়িদ বিন আলী, পিতা—আলী আহমেদ, সাং—বরমা, থানা—চন্দনাইশ, জেলা—চট্টগ্রাম, এ/পি—ধান গবেষনা রোড, বিসিসি ২৪নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ৯৩। মোঃ শাহিন হাওলাদার (৪০) (চেয়ারম্যান, মগড় ইউনিয়ন পরিষদ), পিতা—অজ্ঞাত, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৯৪। মজিবুল হক আকন, (সাবেক চেয়ারম্যান, নবগ্রাম ইউপি), পিতা—আতাহার আলী আকন্দ, সাং—নবগ্রম, থানা— জেলা—ঝালকাঠী, ৯৫। রিয়াজ হাওলাদার (৪০), পিতা—শাজাহান হাওলাদার, সাং—দপদপিয়া, জিরো পয়েন্ট, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৯৬। শুভ (৩০), (সাবেক ইউপি সদস্য, বর্তমান প্যানেল চেয়ারম্যান ২নং বিনয়কাঠী ইউপি), পিতা—আলমগীর হাওলাদার, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ৯৭। মোঃ সোহাগ খান, (সাংগঠনিক সম্পাদক, ২নং মগড় ইউপি, যুবলীগ), পিতা—মৃত মনসুর আলী খান, সাং—রায়াপুর, ৯৮। মাহাবুবুর রহমান, পিতা—মফেজ হাওলাদার, সাং—জামুরা সুবিদপুর, উভয় থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ৯৯। আনোয়ার ফকির, পিতা—হাশেম ফকির, সাং—চন্দ্রমোহন, ৩নং ওয়ার্ড, থানা—বন্দর, জেলা—বরিশাল, ১০০। সৈয়দ মোঃ আমিনুল ইসলাম (৪০), পিতা—সৈয়দ মফিজুল ইসলাম, সাং—সাবন্দি, বরমা, থানা—চন্দলাইশ, জেলা—চট্টগ্রাম, এ/পি—কাশিপুর, বিসিসি ২৮নং ওয়ার্ড, ১০১। লাকী আক্তার, স্বামী—মোঃ আয়নাল খান, সাং—উত্তর কড়াপুর, উভয় থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১০২। আবদুল গফ্ফার হাওলাদার (৫৫), (সভাপতি ও চেয়ারম্যান, সুবিদপুর ইউনিয়ন আওয়ালীগের), পিতা—অজ্ঞাত, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, এ/পি—চরের বাড়ী, বিসিসি ১১নং ওয়ার্ড, ১০৩। পলাশ চন্দ্র গাইন (৩৮) পিতা—দেবাশু কুমার গাইন, সাং—টিয়াখালি, ঠাকুর বাড়ি ২৬নং ওয়ার্ড, উভয় থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১০৪। নাজনিন হোসাইন পাখি (৪৫) (সভাপতি, যুব মহিলা লীগ রাজাপুর থানা), স্বামী—মিজানুর রহমান মিজান, সাং—রাজাপুর, থানা—রাজাপুর, জেলা—ঝালকাঠী, ১০৫। মাহমুদুল হক খান মামুন, (আওয়ামীলীগ নেতা, বরিশাল সদর), পিতা—অজ্ঞাত, সাং—খান মঞ্জিল, মথুরানাথ স্কুলের পার্শ্বে, ১০৬। কাজী বেলায়েত হোসেন (৪৫) (সভাপতি, কৃষকলীগ), পিতা—কাজী আব্দুর রশিদ, সাং—বগুড়া রোড, পেশকার বাড়ি, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১০৭। মোঃ আবু হানিফ খা (৪৩) (যুবলীগ সভাপতি, মঠবাড়িয়া এবং চেয়ারম্যান ৩নং মিরুখালী ইউপি), পিতা—সোবাহান খা, সাং—ছোট হারজী, থানা—মঠবাড়িয়া, জেলা—পিরোজপুর, এ/পি—খন্দকার মঞ্জিল, ফকিরবাড়ী রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১০৮। রেজাউল করিম রাজু (মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ), পিতা—মোঃ মকবুল হোসেন হাওলাদার, সাং—চরকলোনী, থানা—বরগুনা সদর, জেলা—বরগুনা, এ/পি—বিসিসি ২৮নং ওয়ার্ড, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১০৯। হেমায়েত উদ্দিন হাওলাদার (৬০), পিতা—মৃত খালেদ হাওলাদার, (যুগ্ম সাধারণ সম্পাদক—আওয়ামী লীগ), সাং—আঃ রহিম সড়ক, বিসিসি ১৪নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১১০। সেলিনা জামান (৩৮) (সভাপতি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ), স্বামী—মনির জ্জামান মোল্লা, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১১১। মোঃ ইমরান চৌধুরী, পিতা—মৃত এসএম নওয়াব চৌধুরী, সাং—ইছাকাঠী সড়ক, আনছার ক্যাম্পের উত্তর পার্শে, বিসিসি ২৯নং ওয়ার্ড, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১১২। বাচ্চু সিকদার (৩৫), (সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড আওয়গৈ), পিতা—মৃত লোন্ডে আলী সিকদার, সাং—চন্দ্রমোহন, থানা—বন্দর, জেলা—বরিশাল, ১১৩। মোঃ তারিকুল ইসলাম টিটু, (২৭নং ওয়ার্ড যুবলীগ), পিতা—মৃত আঃ সোবাহান খলিফা, সাং—ডেফুলিয়া, খানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১১৪। নার্গিস জাহান (আহবায়ক, মহিলা যুব আওয়ামীলীগ, নেছারাবাদ), পিতা—মৃত আঃ রশিদ, সাং—সরুপকাঠী, থানা—নেছারাবাদ, জেলা—পিরোজপুর, এ/পি—বিসিসি ২৭নং ওয়ার্ড, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১১৫। বশার খন্দকার (৩২), (সহ—সভাপতি—চন্দ্রমোহন ইউনিয়ন), পিতা—খালেক খন্দকার, সাং—চন্দ্রমোহন, থানা—বন্দর, জেলা—বরিশাল, ১১৬। মশিউর রহমান খান, (সদস্য বরিশাল মহানগর, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—আলতাফ হোসেন খান, সাং—জাগুয়া, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১১৭। মোঃ নুরুল ইসলাম (৫৫) (সাবেক কমিশনার ২৭নং ওয়ার্ড), পিতা—আবদুল মান্নান, সাং—রুইয়া, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১১৮। শওকত আকবর (৫৮), পিতা—এ ওয়াহেদ মিয়া, সাং—বিসিসি ২৫নং ওয়ার্ড, ১১৯। রাজিব তালুকদার (৩৫), (উপজেলা চেয়ারম্যান, বাকেরগঞ্জ উপজেলা), পিতা—ফারুক তালুকদার, এ/পি—ক্লাব রোড, ১২০। আসমা আক্তার (৩৫), স্বামী—কামরুজ্জামান, সাং—আরিয়ান কটেজ, বসুন্ধরা হাউজিং, রুপাতলী, বিসিসি ২৩নং ওয়ার্ড, ১২১। মইন সরদার কালু, পিতা—জাফর সরদার লালা, সাং—শরীফ বাড়ী, বটতলা, বিসিসি ১৫নং ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১২২। মোঃ মনিরুল মোল্লা (৪৫), পিতা—মত কালু মোল্লা, সাং—আমুয়া, থানা—কাঠালিয়া, জেলা—ঝালকাঠী, ১২৩। জামাল হোসেন মল্লিক, (সভাপতি, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—মৃত হাসান মল্লিক, সাং আমিরাবাদ, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১২৪। ফরিদ হোসেন, (প্রচার সম্পাদক, আওয়ামীলীগ), পিতা—রহম আলী হাওলাদার, সাং—কাশিপুর, বিসিসি ২৭ নং ওয়ার্ড, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১২৫। আবদুল্লাহ ইসলাম শাওন (৩৫) (আমির হোসেন আমুর পিএস) পিতা—ফিরোজ খান, সাং—সূর্য্যপাশা, ১২৬। মোঃ বেল্লাল হোসেন পিতা—মৃত মফিজ হাওলাদার, সাং—পূর্ব মালিপুর, উভয় থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১২৭। নজরুল ইসলাম (সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব), পিতা—মৃত আফসার উদ্দিন, সাং—ইভা মঞ্জিল, খেয়াঘাট সড়ক, বিসিসি ২৪ নং ওয়ার্ড, রূপাতলী, ১২৮। শাহানাজ পারভীন (৪৫), (যুব মহিলালীগ নেত্রী), স্বামী—গোলাম মোস্তফা, সাং—রুপাতলী, বসুন্ধরা হাউজিং ক্ষনিকালয়, বিসিসি ২৩ নং ওয়ার্ড, ১২৯। হালিম রেজা মোফাজ্জেল (সম্পাদক, সদর উপজেলা আওয়ামীগ), পিতা—মৃত নুর মোহাম্মদ, সাং—খান সড়ক, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৩০। প্রিন্স (সাবেক কাউন্সিলর, নলছিটি পৌরসভা), পিতা—অজ্ঞাত, সাং—থানার পিছনে, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৩১। শ্রী রবিন্দ্র চন্দ্র রায় রবি (৪০), পিতা—রনজিত চন্দ্র রায়, সাং—তালুকদারহাট, ৮নং চাদপুর ইউপি, থানা—বন্দর, জেলা—বরিশাল, ১৩২। রাসেল (৩০) পিতা—হেমায়েত হাওলাদার, সাং—সটিখোলা, থানা—বাকেরগঞ্জ জেলা—বরিশাল, ১৩৩। নাসিমা বেগম (৩৯), (সাবেক মেম্বার ও সভানেত্রী, ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগ), স্বামী—আসাদুল হক, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৩৪। কাইয়ুম হাওলাদার (৩৫), (ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড দপদপিয়া ইউপি), পিতা—ইউনুচ হাওলাদার, সাং—দপদপিয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৩৫। মোঃ শাহাদাৎ হোসেন, পিতা—একে এম নাজমুল আহসান, সাং—দক্ষিন পলাশপুর, ৫নং ওয়ার্ড, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ১৩৬। নুরুল ইসলাম হাওলাদার, পিতা—মৃত মোহাম্মদ আলী হাওলাদার, সাং—লাকুটিয়া, থানা—বাবুগঞ্জ জেলা—বরিশাল, ১৩৭। কালাম ডাকুয়া, (সভাপতি, শ্রমিক লীগ), পিতা—অজ্ঞাত, সাং—বাকেরগঞ্জ উপজেলা, ১৩৮। মোখলেস হাওলাদার (কমিশনার), পিতা—অজ্ঞাত, সাং—৬নং ওয়ার্ড, বাকেরগঞ্জ পৌরসভা, ১৩৯। আবুল কালাম হাওলাদার (কমিশনার), পিতা—আঃ কাদের হাওলাদার, সাং—১নং ওয়ার্ড, বাকেরগঞ্জ পৌরসভা, ১৪০। সেলিম খান (কমিশনার), পিতা—হাশেম খান, সাং—৭নং ওয়ার্ড, বাকেরগঞ্জ পৌরসভা, সর্ব থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ১৪১। ‘বাপিন বাপিন ব্যানার্জি (৪৪), পিতা—অমল ব্যানার্জি, সাং—ভরতকাঠী, ডাকঘর—জুরকাঠী, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৪২। পাভেল, পিতা—মৃত জানে আলম, সাং—শহিদ জিয়া সড়ক, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৪৩। খালিদ সাইফুল্লাহ (৩৫), পিতা—আঃ খালেক, সাং—ইছাকাঠী মিরাবাড়ী সংলগ্ন, বিসিসি ২৯ নং ওয়ার্ড, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১৪৪। সাইফুল আকন, (ইউপি সদস্য ৬নং ওয়ার্ড), পিতা—হালিম আকন, সাং—উত্তর জুরকাঠী, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৪৫। মোঃ পাভেল (৪৫), পিতা—মোঃ নুর আলম, সাং—বৈদ্যপাড়া, বিসিসি ২০নং ওয়ার্ড, থানা—কোতোয়ালী, ১৪৬। আক্তারুজ্জামান বাচ্চু (৫০), (চেয়ারম্যান, পুলকাঠী ইউনিয়ন), পিতা—জহির হাওলাদার, সাং—পাওতা, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৪৭। সিরাজুল ইসলাম বাশার, (চেয়ারম্যান, দুর্গাপাশা ইউপি), পিতা—ছত্তার সিকদার, সাং—দুর্গাপাশা, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, এ/পি—রূপাতলী, বিসিসি ২৪নং ওয়ার্ড, ১৪৮। রফিকুজ্জামান রউফ ওয়াসিফ, পিতা—আসাদুজ্জামান, সাং—মল্লিক রোড, থানা—কোতোয়ালী, জেলা—বরিশাল, ১৪৯। মোঃ নাসির উদ্দিন হাওলাদার, পিতা—মৃতঃ বারেক হাওলাদার, সাং—দুধল, থানা—বাকেরগঞ্জ জেলা—বরিশাল, ১৫০। মোঃ মিজানুর রহমান (৫০), (সদস্য, আওয়ামী ওলামালীগ), পিতা—অজ্ঞাত, সাং—বটতলা, পুষ্প নীড়, ১৫১। মোঃ নিলয় আহম্মেদ রাব্বি রাইডার রাব্বি (২৭), পিতা—মোঃ জয়নাল হাজারী, সাং—কলাপট্টি, বিসিসি ৬নং ওয়ার্ড, ১৫২। মোঃ আল আমিন (২৯), পিতা—মোঃ করিম, সাং—চাঁদমারী, ১৫৩। মোঃ সাদ্দাম শাহ (৪১), পিতা—মোঃ হালিম শাহ, ১৫৪। মোঃ তারেক শাহ (৩১), পিতা—মোঃ হালিম শাহ, উভয় সাং—ভাটারখাল, বিসিসি ১০ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৫৫। রফিক হাওলাদার, (শ্রমিক লীগ), পিতা—খলিল সরদার, সাং—করমজা, থানা—এয়ারপোর্ট, থানা—বরিশাল, ১৫৬। মোঃ রিয়াজুল ইসলাম রিজু (প্রচার সম্পাদক, ছাত্রলীগ, কালীগঞ্জ বাজার, বাকেরগঞ্জ), পিতা—অজ্ঞাত, সাং—কালীগঞ্জ বাজার, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ১৫৭। মোঃ শাহিন হাওলাদার (যুবলীগ নেতা), পিতা—মোঃ ছবুর হাওলাদার, সাং—সাগরদী, দরগাবাড়ী, বিসিসি ২৩নং ওয়ার্ড, ১৫৮। মোঃ বজলু হাওলাদার, (সভাপতি, ১১নং ওয়ার্ড, বরিশাল মহানগর আওয়ামীলীগ), পিতা—মৃত আব্দুল জলিল হাওলাদার, সাং—অজ্ঞাত, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৫৯। মোঃ আল আমিন হাওলাদার, (কাউন্সিলর, ১নং ওয়ার্ড, গৌরনদী পৌরসভা), পিতা—অজ্ঞাত, সাং—বড় কসবা, ১৬০। মোঃ সুমন মোল্লা ভিপি সুমন (৩৬), (সাবেক সভাপতি, গৌরনদী কলেজ ছাত্রলীগ), পিতা—ইদ্রিস মোল্লা, সাং—উত্তর বিজয়পুর, উভয় থানা—গৌরনদী, জেলা—বরিশাল, ১৬১। মোঃ গিয়াস উদ্দিন বেপারী, (মেয়র উজিরপুর পৌরসভা), পিতা—মোসলেম আলী, সাং—৭নং ওয়ার্ড, উজিরপুর পৌরসভা, থানা—উজিরপুর, জেলা—বরিশাল, ১৬২। ভোলা সাহা (সদস্য, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ), পিতা—অজ্ঞাত, সাং—গৌরনদী পৌরসভা, থানা—গৌরনদী, জেলা—বরিশাল, ১৬৩। মিনু বেগম (৫০) (উপজেলা ভাইস চেয়ারম্যান), স্বামী—অজ্ঞাত, সাং—৫ নং ওয়ার্ড, বাকেরগঞ্জ পৌরসভা, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, এ/পি—বসুন্ধরা হউজিং, রূপাতলী, বিসিসি ২৩নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৬৪। ছিদ্দিক মাঝী, পিতা—মৃত ছত্তার মাঝি, সাং—বীর নারায়ন চরকয়া, দপদপিয়া, ১৬৫। হাবীব মেকার, পিতা—আলী আকবার, সাং—কয়া, বীরনারায়ন, দপদপিয়া, উভয় থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৬৬। বশির সিকদার (চেয়ারম্যান, রঙ্গশ্রী ইউনিয়ন), পিতা—অজ্ঞাত, সাং—শামপুর, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ১৬৭। মোঃ মাসুম গোলন্দাজ, পিতা—ফজলুল গোলন্দাজ, সাং—হারিপাশা, নথুল্লাবাদ, থানা—ঝালকাঠি সদর, জেলা—ঝালকাঠী, এ/পি—রূপাতলী হাউজিং এস্টেট, থানা—কোতোয়ালী, জেলা—বরিশাল, ১৬৮। মনির হোসেন ডাকুয়া (সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ), পিতা—অজ্ঞাত, সাং—পৌরসভা ১নং ওয়ার্ড, ১৬৯। মাসুদ আকন, (সাধারণ সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ) পিতা—অজ্ঞাত, সাং—অজ্ঞাত, ১৭০। সাজ্জাদুল ইসলাম মোল্লা, (চেয়ারম্যান), সাং—পাদ্রিশিবপুর ইউনিয়ন, সর্ব থানা—বাকেরগঞ্জ, জেলা—বিরশাল, ১৭১। মোঃ মিরাজুল ইসলাম (৪৬), পিতা—মৃত শাহাদাত চেয়ারম্যান সাং—তেলিখালী, থানা—ভান্ডারিয়া জেলা—পিরোজপুর, এ/পি—খান ভিলা, গোড়াচাঁদ দাস রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৭২। জুলফিকার আলি সিকদার, (চেয়ারম্যান, গারুড়িয়া ইউনিয়ন), পিতা—অজ্ঞাত, এ/পি—নবগ্রাম রোড, বিসিসি ২৩ নং ওয়ার্ড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৭৩। মুন্না তালুকদার (চেয়ারম্যান), পিতা—আঃ রাজ্জাক তালুকদার মনু, সাং—কলসকাঠি ইউনিয়ন, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, এ/পি—ব্রাঞ্চ রোড, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ১৭৪। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা—আমজেদ আলী সরদার, সাং—শিবপাশা, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ১৭৫। সরদার শহিদুল ইসলাম (৫৫), (মুলাদী উপজেলা জাতীয়া পার্টির নেতা), পিতা—মোঃ রাজ্জাক সরদার, সাং—তয়কা, থানা—মুলাদী, জেলা—বরিশাল, ১৭৬। আঃ সালাম মল্লিক, (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) পিতা—ওয়াজেদ আলী মল্লিক, সাং—ফরিদপুর, বাকেরগঞ্জ, এ/পি—জানকি সিংহ রোড, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ১৭৭। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা—জাহাঙ্গীর হোসেন, সাং—কলসগ্রাম, ১৭৮। মোঃ সাব্বির হোসেন (শাওন (২৫) (ছাত্রলীগ), পিতা—মোঃ আলমগীর হোসেন, সাং—কলাডেমা, রেন্ট্রিতলা, ডাক—শোলনা, উভয় থানা—এয়ারপোর্ট,জেলা—বরিশাল, ১৭৯। দেলোয়ার তালুকদার, পিতা—রহমান আলী, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—লকাঠী, ১৮০। মোঃসবুজ হাওলাদার, পিতা—মৃত আরজ আলী হাওলাদার, সাং—ইছাগুড়া, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৮১। মোহন হাওলাদার, পিতা—হারুন হাওলাদার, সাং—কয়া, দপদপিয়া, ১৮২। হেমায়েত সিকদার, পিতা—মোহাব্বাত আলী, সাং—কয়া,দপদপিয়া, ১৮৩। আলী হোসেন, পিতা—শুকুর আলী হাওলাদার, সাং—কয়া, দপদপিয়া, ১৮৪। সিহাব সিকদার, পিতা—হেমায়েত সিকদার, সাং—কয়া, দপদপিয়া, সর্ব থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৮৫। রফিক বিশ্বাস, পিতা—জয়নাল বিশ্বাস, সাং—কাজীপাড়া, সিএন্ডবি রোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৮৬। ফোরক হাওলাদার (৫০), পিতা—লেহাজউদ্দিন, সাং—কয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৮৭। আ স ম ফিরোজ খান, (চেয়ারম্যান, নলুয়া), পিতা—হাবদ্দি খান, সাং—কাউফাতলী, নলুয়া, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ১৮৮। জামাল হোসেন চৌধুরী, (ইউপি চেয়ারম্যান ৬নং ওয়ার্ড), পিতা—মনাসেফ চৌধুরী, সাং—মধ্য নলুয়া, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ১৮৯। ধলু হাওলাদার, পিতা—সৈজদ্দিন হাওলাদার, সাং—ডেফুলিয়া, ১৯০। হোসনেয়ারা সুমি (৪৫), (সদস্য ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ), স্বামী—শানু ফকির,সাং চাঁদমারী, মাদ্রাসা সড়ক, বিআইপির পিছনের গেট, বিসিসি ১১নং ওয়ার্ড, ১৯১। মোঃ মাসুদ দাও মাসুদ কালা মাসুদ (৩২), পিতা—মোঃ এনায়েত হিরক, জাহাঙ্গীর হাওলাদার, সাং—পোর্টরোড, রসুলপুর বস্তি, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৯২। সৈয়দ আনিচ, (সহ—সভাপতি—বরিশাল জেলা আওয়ামী লীগ), পিতা—অজ্ঞাত, সাং—আমানতগঞ্জ, ১৯৩। মামুন আকন, (ইউপি সদস্য চরবাড়ীয়া ইউনিয়ন), পিতা—নুর আকন, সাং—লামছরি, বিসিসি ৯নং ওয়ার্ড, ১৯৪। রানা হাওলাদার, পিতা—ইসমাইল হাওলাদার, সাং—লামছরি, ৯নং ওয়ার্ড, সর্ব থানা—কাউনিয়া, বিসিসি বরিশাল, ১৯৫। জামাল হাওলাদার (৪২), (সাধারন সম্পাদক, দপদপিয়া ইউনিয়ন যুবলীগ), পিতা—সেকান্দার আলী, সাং—দপদপিয়া, ১নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ১৯৬। জিয়াউল হক মাসুম (৪৫), পিতা—মৃত আব্দুস সত্তার, সাং—বগুরা রোড, বটতলা, বিসিসি ১৮নং ওয়ার্ড, ১৯৭। মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), (আওয়ামী লীগ নেতা ১০ নং ওয়ার্ড), পিতা—মজিবুর রহমান, সাং—জব্বার মিয়া গলি, পুলিশ লাইন রোড, উভয় থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ১৯৮। লিটন মোল্লা (৩৫),পিতা—আলতাফ হোসেন মোল্লা, সাং—পূর্ব তারুলী, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ১৯৯। শরীফ খান (২১), (২৮নং ওয়ার্ড ছাত্র লীগ), পিতা—শহিদ খান, মাতা—হালিমা, সাং—শেরে বাংলা সড়ক, ২০০। রাজু হাওলাদার, (যুগ্ম আহবায়ক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ), পিতা—অজ্ঞাত, সাং—অজ্ঞাত, ২০১। জাকির খান (৫৫), পিতা—আশ্রাব আলী খান, ২০২। হাবিবুর রহমান (৫৮), পিতা—ফয়জর আলী হাওলাদার, উভয় সাং—রুইয়া, ২৭নং ওয়ার্ড, ২০৩। হাফিজুর রহমান রুমি (৩৩), পিতা—অজ্ঞাত, সাং—২১নং ওয়ার্ড, তেমাথা মসজিদ, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২০৪। ইউসুফ আলী (৪২), পিতা—রুস্তুম আলী হাওলাদার, সাং—পূর্ব তারুলী, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ২০৫। রুবেল (ড্রেজার রুবেল), (৪০), পিতা—অজ্ঞাত, সাং—দপদপিয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ২০৬। হামিদুর রহমান অস্ত্র (১৭ নং ওয়ার্ড ছাত্রলীগ), (৩৮), পিতা—ফজল, সাং—বগুরা রোড, ২০৭। ইমাম (৩২), পিতা—আজাহার, ২০৮। সুমন (কবুতর সুমন),(৩৭), পিতা—আইয়ুব আলী, ২০৯। মোঃ জিদনী শেখ (২৬), পিতা—ফরিদ শেখ, ২১০। মোঃ জামাল মাঝি (৩৮), পিতা—মোতাহার মাঝি, ২১১। মোঃ শিপন (৩২), পিতা—আজাহার আজু, সর্ব সাং—ভাটারখাল, ১০নং ওয়ার্ড, ২১২। মোঃ শুভ (৩০), পিতা—আক্তার, সাং—আলেকান্দা, ২১৩। মোঃ সোয়ান খান (৩২), পিতা—আক্তার, সাং—জর্ডান রোড, ১০নং ওয়ার্ড, ২১৪। মোঃ বশির (৪২), পিতা—অজ্ঞাত, সাং—সিটি মার্কেট, ২১৫। মোনায়েম ইসলাম মহিবুল (৩৫), পিতা—শামসুদ্দিন, সাং—জিয়া সড়ক, ২২নং ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২১৬। রাহাত সরদার, (ছাত্রলীগ),(২০), পিতা—অজ্ঞাত, সাং—বিসিক শিল্প এলাকা, থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ২১৭। জহিরুল ইসলাম, পিতা—মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার, সাং—ডি ডবি—উ, এফ নার্সিং কলেজ, ২১৮। অরুন হাওলাদার, পিতা—মৃত আমজাদ হাওলাদার, সাং—সাগরদী বাজার, ২১৯। আলাউল হাওলাদার, পিতা—জয়নাল আবেদীন, সাং—কেটিসি, ১০নং ওয়ার্ড, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২২০। মোঃ কালাম বালী, পিতা—শুজুর বালী, সাং—নলশ্রী, থানা—বানারীপাড়া, জেলা—বরিশাল, ২২১। মোঃ রুবেল, পিতা—মোঃ হানিফ, সাং—চরের বাড়ী, বান্দরোড, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২২২। মোঃ ইমরান গাজী, পিতা—মৃত সোবাহান গাজী, সাং—সিংহেরকাঠী, থানা—বন্দর, জেলা—বরিশাল, ২২৩। মোঃ সোলায়মান ইসলাম মুন্না, (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ), পিতা—নুরুল ইসলাম, সাং—ফলপট্টি, ২২৪। মোঃ মোস্তাফিজুর রহমান খান, পিতা—মৃত আজিজুর রহমান খান, সাং—ধানসিড়ি, বিএম কলেজ রোড, ২০নং ওয়ার্ড, উভয় থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২২৫। তরুন কর্মকার (৫৬), (কাউন্সিলর, ঝালকাঠী পৌরসভা), পিতা—মৃত নিরঞ্জন কর্মকার, সাং—রোলায়েন্স রোড, থানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ২২৬। শাওন ডাকুয়া (২২), পিতা—সেকান্দার ডাকুয়া, সাং—হলতা, চরাদী, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ২২৭। সবুজ ডাকুয়া (৩৫), পিতা—কাঞ্চন ডাকুয়া, সাং—হলতা, চরাদী, থানা—বাকেরগঞ্জ, জেলা—বরিশাল, ২২৮। গৌতম চন্দ্র ঢালী, পিতা—গৌরঙ্গ লাল ঢালী, সাং—কাউনিয়া জানুকিং সিংহ রোড, ম্যাথরপট্টি মন্দিরের বিপরীতে এডিডি হুমায়ুন কবিরের বিল্ডিং (৩য় তলা), থানা—কাউনিয়া, জেলা—বরিশাল, ২২৯। কাজী সাখাওয়াত হোসেন রুবেল (৫০) (কৃষক লীগ দেশ! পিতা—কাজী আঃ রশিদ, সাং—বগুড়া রোড, পেশকার বাড়ি, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২৩০। খান মাইনুদ্দীন, পিতা—আজিজ খান, সাং—উত্তর জুরকাঠী, দপদপিয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠা, ২৩১। মোঃ সোহেল (৩২) (ছাত্রলীগ নেতা), পিতা—আমির হোসেন, সাং—চৌমাথা, আলেকান্দা, ২৩২। বাবু খান ওরফে ডাক্তার বাবু (৪৫) (যুবলীগ নেতা) পিতা—মৃত সুলতান খান, সাং—কাউনিয়া আজিম বাড়ী, ২৩৩। প্রান্ত খান (২২) (ছাত্রলীগ নেতা), পিতা—নুর জামাদ খান, সাং—দপদপিয়া, ফেরীঘাট ৩নং ওয়ার্ড, ২৩৪। শাহরিয়ার অন্তর (বিএম কলেজ ছাত্রলীগ), পিতা—অজ্ঞাত, সাং—সিএন্ডবি রোড, থানা কাউন্সিলের পিছনে, থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২৩৫। মোঃ চান মিয়া (৪২) পিতা—দেলোয়ার হোসেন, সাং—উত্তম নগর, খানা—ঝালকাঠী সদর, জেলা—ঝালকাঠী, ২৩৬। রনি সমাজদার, পিতা—আনিসুর রহমান সমাজদার, সাং—দপদপিয়া, ২নং ওয়ার্ড ২৩৭। মোঃ রাসেল হাওলাদার (৩৮) (সাবেক যুবলীগ সদস্য ১নং ভৈরবপাশা ইউনিয়ন), পিতা—ফজলুর রহমান, সাং—ছোট প্রেমহার, ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়ী, উভয় থানা—নলছিটি, জেল—ঝালকাঠী, ২৩৮। মাকছুদুর রহমান (৩০), পিতা—ইউনুস সিকদার, সাং—হোগলা, জাগুয়া ইউনিয়ন, ২৩৯। রিয়াজ মুন্সি (৩০) (যুবলীগ নেতা), পিতা—সিরাজ মুন্সি, সাং—হোগলার চর, ৯নং ওয়ার্ড, চরমোনাই ইউপি, সর্ব থানা—কোতয়ালী, জেলা—বরিশাল, ২৪০। সুজন তালুকদার, পিতা—শামসু তালুকদার, সাং—আমির খান সড়ক, বিসিসি ২২নং ওয়ার্ড, ২৪১। ছালাম বেপারী (৫০), (সেক্রেটারী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ), পিতা—রশিদ মুন্সি, সাং—৬নং ওয়ার্ড, চর আইচা, পোলের হাট, থানা—বন্দর, জেলা—বরিশাল, ২৪২। আলীম হাওলাদার, পিতা—আনসার হাওলাদার, সাং—দপদপিয়া, ২ নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ২৪৩। মোঃ জাহিদ হোসেন, পিতা—মাজহারুল ইসলাম আবু, সাং—চাঁদপুরা, থানাঃ—বন্দর, জেলা—বরিশাল, ২৪৪। হাবিবুর রহমান খোকন, পিতা—মত আঃ ছত্তার, সাং—ধর্মাদী, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশাল, ২৪৫। জিয়া মাঝি (৪৫), পিতা—মুনসুর মাঝি, ৩নং ওয়ার্ড, দপদপিয়া, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠী, ২৪৬। দিপক কুমার দাস, পিতা—গোপাল কুমার দাস, সাং—কুমার বাজার, থানা—উজিরপুর, জেলা—বরিশাল, ২৪৭। উজ্জল হাওলাদার (২৭নং ওয়ার্ড ছাত্রলীগ), পিতা—আব্দুল মজিদ হাওলাদার, সাং—করমজা, কাশিপুর, থানা—এয়ারপোর্ট, জেলা—বরিশালসহ আরো অজ্ঞাতনামা ২০০/২৫০ জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা।
Leave a Reply