সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাবেক যুবদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে মাদক বিক্রির টাকা নিয়ে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চিনু ও স্থানীয় যুবক আমিনুল ইসলামের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে চিনু গা ঢাকা দেন। পরে ১৯ আগস্ট এলাকায় ফিরে আসলে স্থানীয়দের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম অভিযোগ করেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা সিরাজুল ইসলাম চিনুর বাড়ির বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে। তবে পরিবারের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি আরও দাবি করেন, “সিরাজুল ইসলাম চিনু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই নাটকীয় অগ্নিকাণ্ডের দায় আমাদের ওপর চাপিয়ে দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
অন্যদিকে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম চিনু জানান, “আমার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে অগ্নিসংযোগ করেছে।” এ ঘটনায় তিনি আব্দুর রহিম ও সৈকত মন্ডলসহ আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply