শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
প্রাণ বাঁচাতে দলে দলে রাজ্য ছেড়ে পালাচ্ছে মুসলিম শ্রমিকরা ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে? হিজলায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৬: ৭টি বেহুন্দী জাল জব্দ ও ধ্বংস বরগুনায় অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ, ৩ জেলেকে জরিমানা পিরোজপুরে নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের কারাদণ্ড ভোলা—২ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭ পটুয়াখালীতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা মরদেহের সঙ্গে মিলল অন্যের বিচ্ছিন্ন পা, বিপাকে পরিবার এনসিপি ছাড়লেন আরও এক শীর্ষ নেতা ভূমি জালিয়াতির অভিযোগে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে আল খিদমা সমাজকল্যান সংস্থার উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় বরিশাল জেলায় মাধ্যমিকে ৬৭ ভাগ বই পেলেও,কারিগরিতে ২৫ ভাগের বেশি বই পাইনি শিক্ষার্থীরা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে  মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ১১২টি সফল নরমাল ডেলিভারি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দুমকিতে দিনভর কোরআন পাঠ
মাদক বিক্রেতার পক্ষালম্বন করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদক বিক্রেতার পক্ষালম্বন করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদক বিক্রেতার পক্ষালম্বন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও তিনজন মাদক কারবারীকে ১৬৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, ইউপি সদস্য শামিম মিয়া মাদক কারবারীদের পক্ষালম্বন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন-গৌরনদী উপজেলা সদরের বাসিন্দা শাহ আলম বেপারী ছেলে জহিরুল ইসলাম (৩৩), কামাল হোসেন ছেলে তপু তালুকদার (৩১), আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মাজেদ মিয়া ছেলে শাহ আলম মিয়া (৩৫)।

ওসি আরও জানান, অভিযানে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা এসআই মিলটন মন্ডল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এজাহারে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজিরহাট বাজারের জলিল মোল্লার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর ওইদিন পুলিশের চেক পোস্টের সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। ওই মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলামের প্যান্টের পকেট থেকে পঞ্চাশ পিচ ও তপু তালুকদারের কাছ থেকে পনের পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়ার কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করেছেন। সে অনুযায়ী পুলিশ খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়াকে আটক করে তার ঘরে তল্লাশী চালিয়ে একশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ অভিযানের পূর্বে থানা পুলিশ স্থানীয় ইউপি সদস্য শামিম মিয়াকে মাদক উদ্ধারের জন্য তল্লাশীর কাজে সহায়তার জন্য ডাকা হলেও উল্টো সে (শামিম) আসামি শাহ আলম মিয়ার পক্ষালম্বন করে তাকে গ্রেপ্তারের বিরোধীতা করেন। এ কারণে মাদক বিক্রেতাদের সহযোগি হিসেবে পুলিশ শামিম মিয়াকে গ্রেপ্তার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com