শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
প্রাণ বাঁচাতে দলে দলে রাজ্য ছেড়ে পালাচ্ছে মুসলিম শ্রমিকরা ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে? হিজলায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৬: ৭টি বেহুন্দী জাল জব্দ ও ধ্বংস বরগুনায় অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ, ৩ জেলেকে জরিমানা পিরোজপুরে নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের কারাদণ্ড ভোলা—২ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭ পটুয়াখালীতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা মরদেহের সঙ্গে মিলল অন্যের বিচ্ছিন্ন পা, বিপাকে পরিবার এনসিপি ছাড়লেন আরও এক শীর্ষ নেতা ভূমি জালিয়াতির অভিযোগে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে আল খিদমা সমাজকল্যান সংস্থার উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় বরিশাল জেলায় মাধ্যমিকে ৬৭ ভাগ বই পেলেও,কারিগরিতে ২৫ ভাগের বেশি বই পাইনি শিক্ষার্থীরা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে  মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ১১২টি সফল নরমাল ডেলিভারি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দুমকিতে দিনভর কোরআন পাঠ
ভোলায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ভোলায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক : অনলাইন ডেক্স

ভোলায় মাদকের ভয়াবহ বিস্তার প্রতিরোধ ও যুব সমাজকে এর ভয়াল গ্রাসে থেকে রক্ষার স্বার্থে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠা সভাপতি সোলায়মান মামুন,জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন,মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ—সভাপতি আলহাজ্ব রিপন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ভয়াবহরূপে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পুরো জাতি। বাংলাদেশে অতীতে অনেকবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি।

বেশির ভাগ সময়ই গ্রেফতার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই। বিপরীতে আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন গডফাদাররা। তাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন অনেকে। আর এ কারণে গডফাদাররা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। মাদকসেবীরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, বাবা—মা ও আত্মীয়—স্বজনের কাছ থেকে মাদকের অর্থ নেওয়ার জন্য তাদের সঙ্গে দুর্ব্যবহার, ঘরের মালামাল ভাঙচুর, লুটপাট করে অসামাজিক পরিবেশ সৃষ্টিসহ সমাজের শান্তি—শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটিয়ে অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করেছে।

বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে আসতে হলে আমাদের তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে। বিভিন্ন শ্রেণি—পেশার মানুষই নানাভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এ গর্হিত কাজে ব্যবহার করা হচ্ছে।
এজন্য আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com