শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
প্রাণ বাঁচাতে দলে দলে রাজ্য ছেড়ে পালাচ্ছে মুসলিম শ্রমিকরা ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে? হিজলায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৬: ৭টি বেহুন্দী জাল জব্দ ও ধ্বংস বরগুনায় অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ, ৩ জেলেকে জরিমানা পিরোজপুরে নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের কারাদণ্ড ভোলা—২ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল, বৈধ ৭ পটুয়াখালীতে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা মরদেহের সঙ্গে মিলল অন্যের বিচ্ছিন্ন পা, বিপাকে পরিবার এনসিপি ছাড়লেন আরও এক শীর্ষ নেতা ভূমি জালিয়াতির অভিযোগে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে আল খিদমা সমাজকল্যান সংস্থার উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় বরিশাল জেলায় মাধ্যমিকে ৬৭ ভাগ বই পেলেও,কারিগরিতে ২৫ ভাগের বেশি বই পাইনি শিক্ষার্থীরা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত কাউখালীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে  মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ১১২টি সফল নরমাল ডেলিভারি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দুমকিতে দিনভর কোরআন পাঠ
বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে নগরীর বিডিএস ক্লাবের সভাকক্ষে উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াদা সংস্থার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক লুসি কান্ত হাজং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মহিলা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পুষ্পিতা চক্রবর্তী, জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু, মহিলা দল মহানগর সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক মোফাজ্জেল হাওলাদার, খেলাফত মজলিস বরিশাল জেলার সভাপতি মুহাম্মদ হুজাইফা গালিব, বিএনপি বরিশাল জেলার আহ্বায়ক কমিটির সদস্য মারিয়া মুন্নি, গণঅধিকার পরিষদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, নারী উদ্যোক্তা ও এনজিও প্রতিনিধি।

কর্মশালায় বরিশাল জেলা ও মহানগরের বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, মহিলা দল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রায় ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং বলেন, “দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, আর এ উন্নয়নে নারীর অংশগ্রহণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আজ নারীরা শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ নন, বরং প্রযুক্তি, প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিচার বিভাগ থেকে শুরু করে খেলাধুলা পর্যন্ত সবক্ষেত্রেই অবদান রাখছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংসদ স্পিকার, মন্ত্রী, বিচারক, উদ্যোক্তা কিংবা মুক্তিযুদ্ধের সময় নারীর অংশগ্রহণ প্রমাণ করেছে—নারীরা নেতৃত্বের জায়গায়ও সমানভাবে সক্ষম। তবে জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ ও রাজনৈতিক নেতৃত্বে নারীর অগ্রগতি এখনও একটি বড় চ্যালেঞ্জ।”

বক্তারা আশা প্রকাশ করেন, নীতি নির্ধারকদের ইতিবাচক পদক্ষেপ, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহার এবং তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত নারীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হলে ক্ষমতায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com