শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গৌরবময়, সংগ্রামী ও স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং নারী নেতৃত্বের বিকাশে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর এই বিদায়ে দেশ হারালো একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, দৃঢ়চেতা রাজনৈতিক নেতৃত্ব ও সংগ্রামী অভিভাবককে। ব্যক্তিগত বেদনা, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ রোগভোগ সত্ত্বেও তিনি কখনো আপসহীনতার পথ থেকে সরে আসেননি—যা তাঁকে কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।।
Leave a Reply