শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার দুলারহাট থানাধীন আহম্মেদপুর ইউনিয়নের মায়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
একই দিন বিকেল ৫টায় কোস্টগার্ড দক্ষিণ জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন মায়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭টি অবৈধ বেহুন্দি জালসহ ২০ জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলে এবং জব্দকৃত জাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply