শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়ন যাচাই—বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই—বাছাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে জেলার চারটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই—বাছাই অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এবং জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এই যাচাই—বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসনভিত্তিক প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
যাচাই—বাছাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় পটুয়াখালী—১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী—২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আইয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।
পটুয়াখালী—৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য (বহিষ্কৃত) হাসান মামুন বলেন, ‘গত ৪৬ বছরে এই আসন থেকে বিএনপির কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। আমি এখান থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আশা করছি, বিপুল ভোটে বিজয়ী হবো।’
একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এটি আমার জীবনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এখানে আমাকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে। আশা করি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সবাই আমার সঙ্গে কাজ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক কথা বলে লাভ হবে না।’
Leave a Reply