বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন–২০২৬ এর অংশ হিসেবে মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৭টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান সওদাগর। অভিযানের সময় নদী ও সংলগ্ন জলাশয়ে অবৈধভাবে ব্যবহৃত এসব বেহুন্দী জাল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ বেহুন্দী জাল ব্যবহারের ফলে জাটকা ও দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ জাল ও মাছ শিকার প্রতিরোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply