বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী মডেল সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী চৈতি ওরফে জ্যেতি সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চৈতি ওরফে জ্যেতি সরকার মুলাদী মডেল সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমা সরকারের কন্যা এবং চরকালেখান কলেজের সাবেক প্রভাষক প্রয়াত রিপন সরকারের সন্তান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার আগে জ্যেতির সঙ্গে তার মায়ের কোনো একটি বিষয় নিয়ে অভিমান হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই সে আত্মহত্যা করতে পারে।
খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে মুলাদী থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply