বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত বুধবার ভোররাতে মেজর মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি রামদা, ১টি রেঞ্জ, ৩টি কাঁচি, ফুয়েল পেপার, ১ সেট ওয়াকি—টকি, ৩টি গ্যাস
লাইট, ৩টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ১টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি দা জব্দ করা হয়।
আটককৃতরা হলো, তুষখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মিলনের ছেলে আসাদ (২৬) এবং
একই এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, অভিযানের পর আটককৃতদের মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, ভোরে যৌথ বাহিনী তিনজন আসামিকে থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply