বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজিরহাট আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম লাবু, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক নলি জামাল হোসেনসহ বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বৈঠকে প্রধান বক্তব্যে রাজিব আহসান উপস্থিত জনগণের উদ্দেশ্যে নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নির্বাচিত হলে কাজিরহাট থানার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি কাজিরহাট থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
Leave a Reply