বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
অপরিচ্ছন্নতার দায়ে ভোলা শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি খাবারের হোটেলকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোলা বসাক।
হোটেলগুলো হলো–বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল রাকিব, নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল আল মদিনা ও হোটেল গুলবাগ।
সংশ্লিষ্ট হোটেলগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, খাদ্য সংরক্ষণে অবহেলা ও রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানার আওতায় আনা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোলা বসাক বলেন, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে আজ ভোলা শহরের ৫টি খাবারের হোটেলে অভিযান চালিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি হোটেল মালিকের বাধ্যতামূলক দায়িত্ব। ভোক্তা অধিকার ও খাবার মান নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে৷ এসময় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোলা শহরের খাবার হোটেলে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply